মোবাইল রিচার্জ রিভার্সাল কি
মোবাইল রিচার্জ রিভার্সাল কি এই বিষয়টি সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে এখনই জেনে নেওয়া জরুরী। কারণ অনেকেই ভুল করে টাকা অন্য নাম্বার এ রিচার্জ করে দেন। কিন্তু কীভাবে আবার সেই টাকা নিয়ে আশা সম্ভব টা আজকে আমি আলোচনা করবো। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
এই আর্টিকেল যদি আপনারা শেষ পর্যন্ত পড়তে পারেন মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম, বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম, রবি কার্ড রিচার্জ করার নিয়ম, নগদ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম, রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম, এ সকল বিষয়ে সঠিকভাবে জেনে যাবেন।
পেজ সূচিপএ
মোবাইল রিচার্জ রিভার্সাল কি
মোবাইল রিচার্জ রিভার্সাল কি? মোবাইল রিচার্জ রিভার্সাল মানে হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে সেই অর্থ ফিরে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে ভুল নাম্বারে রিচার্জ করে ফেলেছেন। তখন মনে মনে চিন্তা হয় মনে হয় এই টাকা আর কখনোই ফেরত পাব না।
কিন্তু কিছু ক্ষেত্রে এটি আপনি নিজের নম্বরের বদলে অন্য নম্বরে ভুল করে রিচার্জ করে ফেললেও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনি এক নম্বর থেকে আরেক নম্বরে ভুল করে রিসার্চ করেন এবং সেটি যদি দুটির মধ্যে পার্থক্য না থাকে তাহলে টেলিকম সংস্থা আপনাকে ধরে নিবে যে আপনি মিথ্যা বলে রিসার্চ পাঠানোর চেষ্টা করছেন।
আরো পড়ুন: কপিরাইটিং কি? কপিরাইটিং কেন গুরুত্বপূর্ণ
অর্থাৎ আপনাকে অবশ্যই দুটি নাম্বারের মধ্যে তফাৎ দেখাতে হবে। তবে যদি আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
মোবাইল রিচার্জ রিভার্সালের কারণঃ-
- ভুল নম্বর টাইপ করা।
- প্রয়োজনীয় যাচাইকরণের অভাব।
- তাড়াহুড়োর মধ্যে ভুল ট্রানজেকশন।
- রিচার্জ রিভার্সাল করার পদ্ধতি
মোবাইল রিচার্জ রিভার্সাল করার জন্য কি কি পদক্ষেপগুলো অনুসরণ করবেন তার নিচে দেওয়া হয়েছে জেনে নিনঃ-
কাস্টমার কেয়ারে যোগাযোগ করুনঃ ভুল রিচার্জ হলে দ্রুত আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কল করুন। কল করার সময় রিচার্জের সময়, নম্বর এবং ট্রানজেকশন আইডি সম্পর্কে সঠিক তথ্য দিন।
রিচার্জের রসিদ রাখুনঃ রিচার্জ করার সময় প্রাপ্ত এসএমএস বা রসিদ সংরক্ষণ করুন। এটি রিভার্সাল প্রক্রিয়ায় সহায়ক হবে।
নিয়ম মেনে চলুনঃ প্রতিটি মোবাইল অপারেটরের নিজস্ব নীতিমালা থাকে। তাদের গাইডলাইন মেনে চললে দ্রুত সমাধান পাওয়া সম্ভব।
রিভার্সাল সম্পন্ন হতে সময়ঃ রিচার্জ রিভার্সাল সম্পন্ন হতে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। তবে নির্দিষ্ট অপারেটরের উপর ভিত্তি করে এটি ভিন্ন হতে পারে।
এ সকল প্রক্রিয়া যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করা যায়, আপনি যেই নাম্বারে ভুল টাকা দিয়েছেন সেটা ফেরত পাওয়ার আশা রয়েছে। আশা করি আপনারা মোবাইল রিচার্জ রিভার্সাল কি এ বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন।
মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে সকলেরই জেনে রাখা উচিত। বর্তমান সময়ে আগের মত আর দোকানে গিয়ে মোবাইলের টাকা রিচার্জ করার নিয়ম এখন বলতে গেলে একদমই নাই। তার কারণ হলো সবার হাতে হাতে রয়েছে স্মার্টফোন।
আর এই স্মার্টফোনের সাহায্যে আপনারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর সুবিধা নিতে পারবেন। আর এই সকল মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আপনারা খুব সহজেই ঘরে বসে কিংবা যে কোন বিপদগদে আপনার মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জেনে নেওয়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে মোবাইল ব্যাংকিং দ্বারা আপনি কি কি মোবাইলে টাকা রিচার্জ করার মতো আপনি সুবিধা পাচ্ছেন। তাহলে আসুন মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম জানার অ্যাপসগুলো জেনে নিই।
- বিকাশ
- নগদ
- রকেট
- উপায়
- শিওর ক্যাশ
চলুন তাহলে আর দেরি না করে এই সকল অ্যাপ ব্যবহার করে আপনারা কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করবেন সেই সকল নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানা থাকলে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য বারবার দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। যদি আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে চান তাহলে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে।
শুধু তাই নয় আপনি নিজের মোবাইলে রিচার্জ করার পাশাপাশি আরও অন্যজনের যদি টাকা প্রয়োজন হয় তাহলে তাকেও বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
তাই আসুন কি কি উপাগুলো রয়েছে সেগুলো আগে বিস্তারিত জেনে নিন। তাহলে আপনি সঠিকভাবে বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
প্রথমতঃ আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে।
দ্বিতীয়তঃ বাটন ফোন হলে *২৪৭# ডায়াল করতে করতে হবে।
- ধাপ ১ঃ প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ (Bikash App) লগইন করতে হবে।
- ধাপ ২ঃ এরপরে আপনাকে মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করে ক্লিক করতে হবে।
- ধাপ ৩ঃ আপনি কোন নাম্বারে টাকা রিচার্জ করবেন সে নাম্বারটি টাইপ করুন কিংবা কন্টাক্ট লিস্টে থাকলে সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।
- ধাপ ৪ঃ এরপর আপনার অপারেটর সিলেক্ট করুন। (যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি)
- ধাপ ৫ঃ এরপর আপনি কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ লিখুন কিংবা প্রয়োজনমতো টাইপ করুন।
- ধাপ ৬ঃ এরপর আপনার বিকাশ একাউন্টের যে পিন নম্বরটি রয়েছে সেটি টাইপ করুন।
- ধাপ ৭ঃ মোবাইলে রিচার্জ সম্পন্ন করতে আপনাকে গোলাপি অংশটি টাইপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে।
- ধাপ ৮ঃ এরপর সর্বশেষ আপনার মোবাইলে রিচার্জ হয়েছে কিনা তা চেক করার জন্য মোবাইল নাম্বার কনফারমেশন (Conform) এসএমএস আসবে সেটি চেক করুন।
ব্যাস, এই ধাপ গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
আর যদি আপনি মুঠোফোনে ডায়াল করে মোবাইল রিচার্জ করতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রথমত *২৪৭# ডায়াল করতে হবে। এরপর মেনু থেকে মোবাইল রিচার্জ অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে সংযোগধরণ সিলেক্ট করতে হবে। এরপর যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি টাইপ করতে হবে।
তারপর টাকার পরিমান দিয়ে পিন নম্বরটি দিয়ে আপনার রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস আসবে যেখানে আপনাকে দেখাবে আপনি রিচার্জ করতে সম্পূর্ণ হয়েছেন। আশা করি মোবাইল রিচার্জ রিভার্সাল কি এবং বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন।
নগদ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
নগদ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম খুবই সহজ। তবে আমাদের মধ্যে অনেকেই জানেন না এই সঠিক নিয়মটি। তাই আপনাদের সুবিধার্থে আজকে আমি এই আর্টিকেলের অংশগুলোতে আপনাকে সঠিক নিয়ম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আসুন আর দেরি না করে জেনে নিন।
- সবার প্রথমে আপনাকে নগদ মোবাইল মেনু ওপেন করতে হবে।
- তারপর আপনি কোন নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি দিতে হবে।
- তারপর কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণটুকু লিখতে হবে।
- রিচার্জ করা হয়ে গেলে আপনাকে একটি এসএমএসের মাধ্যমে কনফার্মেশন মেসেজ পাঠাবে। সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার রিচার্জ টি সম্পূর্ণ হয়েছে।
- নগদ একাউন্ট দিয়ে আপনি গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এ সকল অপারেটরগুলোতে প্রিপেইড রিচার্জ ও পোস্ট-পেইড বিল পরিশোধ করতে পারবেন।
রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম-টা অনেকটা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মোবাইলে টাকা রিচার্জ করার মতই। যদি আপনারা রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আপনাদের কিংবা অন্যদের মোবাইলে টাকা রিচার্জ করতে চান তাহলে অবশ্যই এর সঠিক নিয়ম জানতে হবে। আর সেই সকল সঠিক নিয়ম নিয়েই আজকে আমি এই আর্টিকেলের অংশটুকুতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
- রকেট মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম নিয়ম গুলো মূলত সিটিসেল সিম ব্যবহারিত ছাড়া বাকি যে সকল অপারেটর ব্যবহারকারীরা রয়েছে সেগুলোর জন্য প্রযোজ্য।
- প্রথমে আপনাকে *৩২২# ডায়াল করতে হবে এবং ব্যালেন্স অপশনটি সিলেক্ট করতে হবে।
- সিলেক্ট করা হয়ে গেলে সেলফ এবং আদারস বলে একটি অপশন আসবে যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে, তারপর একটি অপশন সিলেক্ট করতে হবে।
- এরপর আপনার গোপনীয় যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে এবং আপনি কোন মোবাইল নাম্বারে রিচার্জ করবেন সে নাম্বারটি দিতে হবে।
- তারপর আপনি কত টাকা মোবাইলে রিচার্জ করবেন সেই টাকার পরিমাণটুকু দিন।
উপরে উল্লেখিত এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনার মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ সম্পন্ন হয়ে যাবে। তবে যে সকল ব্যক্তিদের সিটিসেল সিম রয়েছে তারা ১৬২১৬ নাম্বারে একটি খালি এসএমএস পাঠাবেন।
শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এ মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম খুবই সহজ। আপনি চাইলে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন যেকোন সময়।
আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বা পরিবারে মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন খুব সহজেই। কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে আপনারা সঠিক নিয়ম অনুসরণ করে শিওর ক্যাশ একাউন্ট থেকে মোবাইলে রিচার্জ করবেন? আসুন সেই প্রক্রিয়া বা নিয়ম গুলো জেনে নিন।
- প্রথমত আপনাকে *৪৯৫# ডায়াল করে ইউএসএসডি (USSD) মেনুতে প্রবেশ করতে হবে।
- তারপর দুই টাইপ করে আপনার মোবাইল রিচার্জ অপশনটি বেছে নিতে হবে।
- যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান সেই নাম্বারটি সেখানে লিখতে হবে।
- তারপর আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে। (যেমনঃ গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল)
- এরপর প্রিপেইড নাম্বারে রিচার্জ করতে প্রথমে এক চাপতে হবে। আর যদি আপনি পোস্ট পেইড নাম্বারে রিচার্জ করতে চান তাহলে দুই চাপতে হবে।
- কত টাকা রিচার্জ করতে চান সেই টাকার পরিমাণ লিখতে হবে।
- লেনদেন সম্পূর্ণ করার জন্য আপনার শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এ যে গোপনীয় পিন নম্বরটি রয়েছে সেটি লিখতে হবে।
রিচার্জ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে তারা নিশ্চিত করুন। একটি এসএমএস পাঠাবে যেখানে আপনার মোবাইল রিচার্জ সম্পূর্ণ দেখাবে।
রবি কার্ড রিচার্জ করার নিয়ম
রবি কার্ড রিচার্জ করার নিয়ম জানা না থাকলে আমাদের আর্টিকেলের এই অংশ থেকে বিস্তারিত জেনে নিন। রবি একটি জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি, যা দেশের সর্বত্র তার গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে। রবি কার্ড রিচার্জ করার নিয়ম সহজ এবং দ্রুত। আপনি যদি রবি কার্ড রিচার্জ করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
রবি রিচার্জ কার্ড সংগ্রহ করুনঃ প্রথমে আপনার নিকটস্থ মোবাইল রিচার্জ দোকান বা রবি অনুমোদিত বিক্রেতা থেকে রিচার্জ কার্ড কিনুন। রিচার্জ কার্ড বিভিন্ন পরিমাণে পাওয়া যায়, যেমন ২০ টাকা, ৫০ টাকা, আরও অনেক।
রিচার্জ নম্বর স্ক্র্যাচ করুনঃ রিচার্জ কার্ডের পেছনে একটি স্ক্র্যাচ করার অংশ থাকবে। ধীরে ধীরে এটি স্ক্র্যাচ করে ১৪ বা ১৬ সংখ্যার পিন কোডটি প্রকাশ করুন। পিন কোডটি স্পষ্ট এবং পরিষ্কারভাবে দেখুন, যাতে কোনো ভুল না হয়।
রিচার্জ করার কোড ডায়াল করুনঃ আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *111*পিন কোড# এবং কল বাটন চাপুন। উদাহরণস্বরূপ, পিন কোড যদি হয় 12345678901234, তাহলে ডায়াল করুন *111*12345678901234#
রিচার্জ সফল হলে কনফার্মেশন মেসেজঃ ডায়াল করার পর, আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। মেসেজে রিচার্জের সফলতার তথ্য এবং ব্যালেন্সের আপডেট দেখা যাবে।
শেষ কথাঃ মোবাইল রিচার্জ রিভার্সাল কি
প্রিয় পাঠক আশা করি ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে মোবাইল রিচার্জ রিভার্সাল কি এবং মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তাই আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এই বিষয়গুলো সঠিকভাবে জানতে পেরেছেন।
আরো পড়ুন: একাউন্টিং ফ্রিল্যান্সিং কিভাবে শিখব
এই আর্টিকেলটি পড়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা সব সময় https://www.bdonlineit.com/ ওয়েবসাইটের সাথেই থাকবেন। (ধন্যবাদ)
বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url