নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ

নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করেও সঠিক তথ্য পাচ্ছেন না তাহলে আমি বলব আজকের আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন। নাকের পলিপাসের ড্রপের নাম সম্পর্কেও বিস্তারিত জেনে নিতে পারবেন।
নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ
আমাদের আর্টিকেলটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে নাকের পলিপাসের আয়ুর্বেদিক ওষুধ ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে নাকের পলিপাস ভালো করবেন সে সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। 
পেজ সূচিপএ

নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ

নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিন। যেকোনো এলোপ্যাথিক ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসার পরামর্শ নেওয়ার জরুরী। 
আমরা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য নিচে কিছু নাকের পলিপাসের আয়ুর্বেদিক ওষুধের নাম উল্লেখ করলাম। তবে শুধু ওষুধের নাম জানলে হবে না ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কেও ভালোভাবে জানতে হবে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে নিতে হবে।

  1. Azin 500mg (Azithromycin)
  2. Flesi 50mcg (Fluticasone)
  3. Seclo 20mg (Omeprazole)
  4. Deslor 5mg (Desloratadine)
  5. TB Fexo 120/180mg (Fexofenadine)
  6. Cap Doxicap 100mg (Doxycycline)
  7. Filmet 200mg (Metronidazole)
  8. Budesonide 200mcg
  9. Beclimetasone 100mcg
  10. TB Open 500mg
  11. Fluoxetine 20mg
আশা করি আপনি নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে জানতে পেরেছেন এবং উপরের এই ওষুধগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার নাকের পলিপাসের সমস্যা খুব সহজেই কমিয়ে আনতে পারবেন। তবে অবশ্যই এ ওষুধগুলো ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে।

নাকের পলিপাসের ড্রপের নাম

নাকের পলিপাসের ড্রপের নাম সম্পর্কে যাদের জানা নাই তারা আমাদের আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারেন। নাকের পলিপাস হলে সাধারণত চিকিৎসকরা ড্রপ বা স্প্রে ব্যবহার করার পরামর্শ দেয়। নিচে কিছু নাকের পলিপাশের ড্রপের নাম উল্লেখ করা হলো। তবে অবশ্যই এই ড্রপগুলো ব্যবহার করার পূর্বে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ ব্যতীত ড্রপগুলো ব্যবহার করা উচিত না। তাহলে চলুন নিচে কিছু সাধারন নাকের ড্রপ বা স্পের নাম জেনে নেওয়া যাক।

  • রেস্পিজেন নাজাল স্প্রে (Respizen Nasal Spray)
  • ন্যাজালিন পি নাজাল ড্রপস (Nazalin P Nasal Drops)
  • ফ্লুটিকাসন নাজাল স্প্রে (Flutication Nasal spray)
  • বুডেসোনাইড নাজাল স্প্রে (Budesonide Nasal spray)
  • বেকলোমেথাসন নাজাল স্প্রে (Beclometasone Nasal spray)
  • মোমেটাসন নাজাল স্প্রে (Mometasone Nasal spray)
উপরের এই স্প্রেগুলো নাকের ভেতরে বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে ও নাকের পলিপাস রোধ করতে সহায়তা করে। তবে আপনার নাকের পলিপাস যদি অনেক বেশি বড় হয়ে থাকে এবং শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে অবশ্যই অপারেশন করা জরুরী। নাকে ড্রপ ব্যবহার করার আগে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। একা একা এই ড্রপগুলো ব্যবহার করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পলিপাস কি

পলিপাস কি? পলিপাস বলতে সাধারণভাবে আমরা বুঝি নাকের ভেতরের অংশের মাংস বেড়ে যাওয়াকে। আমাদের নাকের ভেতরের অংশের মাংস যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন আমরা এই সমস্যাকে পলিপাস হিসেবে চিহ্নিত করি। পলিপাস শব্দটি সাধারণভাবে এসেছে দিক শব্দ থেকে। এক কথায় পলিপাস বলতে বোঝায় শ্লেম্মা ও ঝিল্লি টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া। 
আমাদের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে পলিপাস সমস্যা শুধু আমাদের নাকেই হতে পারে। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। পলিপাস সমস্যা আমাদের শরীরের যে কোন অংশেই হতে পারে। যেমন জরায়ুর মুখে, কন্ঠ স্বরে,গলব্লাডার,মূএথলি,কান, পাচনতন্ত্র ইত্যাদি। আমাদের শরীরে সাধারণভাবে দুই ধরনের পলিপাস দেখা দেয় যেমন -

  • নিউপ্লাজমঃ এই ধরনের পলিপাস দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত এই ধরনের পলিপাসকে চিকিৎসকরা টিউমার বলে থাকেন।
  • নন-নিওপ্লাস্টিডঃ এই ধরনের পলিপাস অনেকদিন পর্যন্ত শরীরে কোন সমস্যা সৃষ্টি করে না। তাই এ ধরনের পলিপাসকে মৃদু পলিপাস বলা হয়।

নাকে পলিপাস কেন হয়

নাকে পলিপাস কেন হয় সে সম্পর্কে অনেকের তেমন কোন ধারনাই নেই। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের নাকে পলিপাসের সমস্যা রয়েছে তবে নাকে পলিপাস কেন হয় সে সম্পর্কে জানেনা। নাকে পলিপাস হলে পলি পাশের লক্ষণ অনেকদিন পর্যন্ত দেখা দেয় না। আমাদের মধ্যে অনেকেই পলিপাস থাকার পরেও তেমন কোন সমস্যা সৃষ্টি হয় না। নাকে পলিপাস কেন হয় সে সম্পর্কে এখনো কোনো যথাযথ প্রমাণ খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে গবেষণা চলছে।

তবে ধারণা করা হয় যে ঘনঘন সর্দি, নাকে এলার্জির সমস্যা রয়েছে সেসব ব্যক্তির ক্ষেত্রে পলিপাসের সমস্যা বেশি দেখা দেয়। কিছু কিছু ব্যক্তির নাকের ভেতরে ফাঙ্গাল ইনফেকশন হয়। আর এই ইনফেকশনের কারণে নাকের ভেতরে এলার্জি সমস্যা হয় এবং এই এলার্জি থেকে সাইনাস জুড়ে পলিপাস সৃষ্টি হয়ে থাকে। নাকে পলিপাসের সমস্যা যেকোনো বয়সের হতে পারে। 

নাকের পলিপাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে এন্ট্রোকোয়ানাল পলিপাস বেশি দেখা দেয় আর বৃদ্ধদের ক্ষেত্রে ইথময়েডাল পলিপাস বেশি হয়। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে এতক্ষণে নাকে পলিপাস সমস্যা কেন হয় সে সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন। নাকের পলিপাস রোগ থেকে দূরে থাকার জন্য অবশ্যই ধুলোবালি, ঠান্ডা পরিবেশ এসব জায়গা এড়িয়ে চলুন।

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা 

নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে খুব অল্প পলিপাস সমস্যায় আপনি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই সহজেই নাকের পলিপাস সমস্যা দূর করতে পারেন। উপরে আমরা নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। 
নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জেনে নিন
আপনার যদি নাকে অল্প পরিমাণে পলিপাসের সমস্যা হয়ে থাকে আর আপনি যদি প্রাকৃতিক উপায়ে নাকের পলিপাসের সমস্যার সমাধান করতে চান তাহলে নিচের পদ্ধতি গুলো ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে আমরা নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

  • পেপারমিন্টঃ আপনি যদি কোন রকম অপারেশন ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে নাকের পলিপাস কমানোর কথা ভাবেন তাহলে অবশ্যই পেপারমেন্ট ব্যবহার করতে পারেন। নাকের পলিপাসের সমস্যা হয় ঠান্ডা জনিত কারণে। তাই সর্দির সমস্যা আগে কমানো উচিত। আর সর্দির সমস্যা কমানোর জন্য এবং নাকের পলিপাস কমানোর জন্য পেপারমিন্ট অনেক বেশি উপকারী।
  • আদাঃ নাকের পলিপাস দূর করার জন্য আদা একটি চমৎকার উপাদান। আদার ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো নাকের পলিপাস সমস্যা কমাতে সহায়তা করে। তাই আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে নাকের পলিপাস কমাতে চান তাহলে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় আদা রাখুন। তাছাড়া নাকের পলিপাস দূর করার জন্য প্রতিদিন আদা চা খাওয়া খুব উপকারী।
  • হলুদ ও মধুঃ নাকের পলিপাসের সমস্যা দূর করার জন্য আপনি হলুদ ও মধু খেতে পারেন। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। আর এই উপাদানগুলি আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে। তাই নাকের পলিপাস দূর করার ক্ষেএে হলুদ আমাদের জন্য উপকারী হতে পারে।
  • স্প্রে ব্যবহারঃ নাকের পলিপাসের সমস্যা কমাতে নাকে বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করতে পারেন।
  • গরম পানির ভাপঃ নাকের পলিপাসের সমস্যা দূর করতে এবং বন্ধ না খুলতে একটি পাত্রে গরম পানি নিয়ে ভাপ নিতে পারেন।
  • নাকের ছিদ্র পরিষ্কারঃ নাকের পলিপাস কমানোর জন্য আপনি নাকের ছিদ্র খুব ভালোভাবে প্রতিদিন পরিষ্কার করতে পারেন। এক গ্লাস পানিতে হালকা লবণ দিয়ে নাকে ছিদ্রর ভেতরে পানির ঝাপটা দিতে পারেন। আপনি যে কোন স্প্রে বোতলে ও পানি ভরেও নাকে লবণ পানির স্প্রে করতে পারেন। এতে আপনার নাকের ভেতরের জমে থাকা ময়লা আবর্জনা খুব সহজে বাইরে বের হয়ে আসবে এবং নাকের ভেতরে পরিষ্কার থাকবে ও শ্বাস নিতে আরাম হবে।
  • ভিটামিন যুক্ত খাবারঃ আপনি বিভিন্ন ভিটামিনযুক্ত খাবার খেয়েও নাকের পলিপাসের সমস্যা দূর করতে পারেন। ভিটামিন ডি ও সি যুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সংক্রমণ ও প্রদাহ খুব সহজে দূর হয়। এছাড়া আপনি প্রতিদিন গরম পানিতে দিনে দুইবার আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন। আপেল সিডার ভিনেগার বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে।
নাকের পলিপাস কমানোর জন্য আপনি উপরের ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন। তবে আপনার যদি অতিরিক্ত পরিমাণে নাকে পলিপাসের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী।

নাকের পলিপাসের লক্ষণ

নাকের পলিপাসের লক্ষণ সম্পর্কে অনেকেরই জানা নেই। আসুন তাহলে জেনে নেই কোন লক্ষণ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার নাকে পলিপাসের সমস্যা হয়েছে। কারো কারো ক্ষেত্রে অনেক সময় নাকের পলিপাসের লক্ষণ গুলো খুব অল্প পরিমাণে হয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে লক্ষণগুলো খুব তীব্র আকারের হয়। 

যাদের নাকের পলিপাসের লক্ষণগুলো খুব অল্প পরিমাণে হয় তারা অনেক দেরিতে নাকের পলিপাসের সমস্যা অনুভব করে। আপনি যদি নাকের পলিপাসের লক্ষণ গুলো আগে থেকেই বুঝতে পারেন তাহলে খুব দ্রুত চিকিৎসা নিতে পারবেন এবং অল্পতেই নাকের পলিপাস এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন এখন জেনে নিন নাকের পলিপাসের লক্ষণ গুলো কি কি।

  • নাকে পলিপাসের সমস্যা হলে সামান্য পরিমাণ ঠান্ডা জনিত সমস্যাতেই নাক বন্ধ হয়ে যাওয়া।
  • নাকে পলিপাসের সমস্যা হলে কিছু কিছু সময় না থেকে রক্ত পড়তে পারে।
  • নাকে পলিপাসের সমস্যা হলে অল্পতেই মাথা ব্যথা সমস্যা সৃষ্টি হয়।
  • নাকে পলিপাসের সমস্যা হলে ঘুমের ভেতরে নাক ডাকার সমস্যা হয়।
  • নাক দিয়ে বেশিরভাগ সময় জল পড়ার সমস্যা অনুভব করতে পারেন।
  • নাকে পলিপাসের সমস্যা হলে কোন কিছুর গন্ধ সহজে পাওয়া যাবেনা।
  • নাকে পলিপাসের সমস্যা হলে নাক ব্যথা, ঘনঘন হাঁচি দেওয়া, নাক ও হাতের তালু চুলকানো ইত্যাদি সমস্যা বৃদ্ধি পাবে।
  • নাকে পলিপাসের সমস্যা হলে অনেকের ক্ষেত্রে শরীর শুকিয়ে যায়।
  • কারো কারো ক্ষেত্রে নাকে পলিপাসের সমস্যা হলে নাকের মাংস বাইরে বের হয়ে যায়।
  • নাকে পলিপাসের সমস্যার জন্য অনেক সময় আমাদের চোয়ালে ব্যথা হতে পারে।
  • নাকে পলিপাসের সমস্যা হলে অনেক সময় ক্লান্তি ভাব এবং অল্পতেই অবসাদগ্রস্ত মনে হয়। যেকোনো কাজ থেকে খুব সহজেই মনোযোগ চলে যায় এবং অল্পতেই খুব বেশি হাঁপিয়ে ওঠার সমস্যা সৃষ্টি হয়।
আশা করি নাকের পলিপাসের লক্ষণ সমূহ সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়েছেন। আপনার যদি উপরের লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসক আপনার নাকের পলিপাসের আকার এবং অবস্থার ওপর ভিত্তি করে সঠিক চিকিৎসা দিতে পারবে। 
উপরে আমরা নাকের পলিপাসের কিছু ড্রপের নাম উল্লেখ করেছি। নাকের পলিপাস সমস্যা দূর করার জন্য ড্রপগুলো খুবই কার্যকরী। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ না নিয়ে ড্রপগুলো ব্যবহার করবেন না।

নাকের পলিপাসের হোমিওপ্যাথি ঔষধ

নাকের পলিপাস ভালো করার জন্য হোমিওপ্যাথি ওষুধের ওপরে অনেকেই ভরসা করে থাকে। অনেকেই মনে করে নাকের পলিপাস ভালো করার জন্য এলোপ্যাথিক ওষুধের চাইতেই হোমিওপ্যাথি ঔষধ বেশি উপকারী। 
নাকের পলিপাসের হোমিওপ্যাথি ঔষধ
বিনা অপারেশনে আপনি যদি আপনার নাকের পলিপাস ভালো করতে চান তাহলে হোমিওপ্যাথি ওষুধের ওপর নির্ভর করতে পারেন। হোমিওপ্যাথি ওষুধ ও নাকের পলিপাস ভালো করার জন্য দারুন কার্যকরী। নিচে কিছু হোমিওপ্যাথি ওষুধের নাম উল্লেখ করা হলো।

  • সালফারঃ নাকের পলিপাস ভালো করার জন্য আপনি সালফার হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন। সালফার নাকের পলিপাস ভালো করার সাথে সাথে, নাক বন্ধ দূর করা, মাথাব্যথা কমানো এবং অনিদ্রা সমস্যা দূর করার জন্য কাজ করে থাকে।
  • ক্যালকেরিয়া কার্বনিকাঃ এই হোমিওপ্যাথি ওষুধটি আপনার নাক বন্ধ ভাব দূর করা, ঘুম ভালো হওয়া, নাকের পলিপাস দূর করা এবং নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর করে।
  • সিলিকাঃ নাক দিয়ে পানি পড়া, নাকের পলিপাস সমস্যা, অনিয়মিত মাথাব্যথা সমস্যা ইত্যাদি সমস্যার জন্য চিকিৎসকরা সিলিকা ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
  • ক্যালি কার্বোনিকাঃ নাক থেকে পানি পড়া, নাকের পলিপাসের সমস্যা,, নাকের ছিদ্র থেকে রক্ত পড়া, ঠান্ডা জনিত সমস্যা কিংবা নাক বন্ধের সমস্যার জন্য চিকিৎসকরা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
আশা করি নাকের পলিপাসের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে একটি যথাযথ ধারণা পেয়েছেন। আপনার যদি নাকে পলিপাসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন এবং হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিও ওষুধগুলো সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই এই ওষুধগুলো একা একা খাবেন না।

লেখকের মন্তব্য - নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ

প্রিয় পাঠক আমি আশা করি নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ এই আর্টিকেলটি খুব গুরুত্ব সহকারে পড়েছেন এবং নাকে পলিপাস হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন। আপনার যদি নাকের পলিপাসের সমস্যা থাকে তাহলে আপনি প্রথমে ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। 

যদি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার পরও নাকের পলিপাসের সমস্যার সমাধান না পান তাহলে বিভিন্ন এলোপ্যাথিক ও হোমিওপ্যাথি ওষুধের ওপর নির্ভর করতে পারেন। আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আর এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের আর্টিকেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url