মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয়
মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয় সে সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আমাদের আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দেওয়া অত্যন্ত জরুরি।
মৌমাছি কামড়ের উপকারিতা, ভিমরুল কামড়ালে করণীয় কি, মৌমাছি কামড়ের ঘরোয়া চিকিৎসা, মৌমাছি কামড়ালে চুন দেয় কেন, মৌমাছি কামড়ের ওষুধ, মৌমাছি কামড়ালে কি হয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন।
পেজ সূচিপএ
মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয়
মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয় সে সম্পর্কে আমাদের আগেই জেনে নেওয়া উচিত। কারণ মৌমাছি কামড়ানোর সাথে সাথে সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। মৌমাছি কামড়ালে আমাদের শরীরে সব বিষাক্ত পদার্থ প্রবেশ করে এবং এর ফলে শরীর ব্যথা, শরীলে প্রদাহ এবং বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয়। তাই মৌমাছি কামড়ানোর সাথে সাথেই দ্রুত সঠিকভাবে চিকিৎসা নেওয়া জরুরী। চলুন তাহলে জেনে মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয় সে সম্পর্কে।
- মৌমাছি কামড়ালে আপনি ক্ষতস্থানে ঠান্ডা বরফ বা ঠান্ডা কাপড় দিয়ে চেপে ধরে রাখতে পারেন। এতে আপনার ব্যথা কমবে এবং ফোলা ভাব কমাতে সহায়তা করবে।
- মৌমাছি কামড়ালে অল্প পরিমাণ পানির সাথে বেকিং সোডা মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে পারেন। বেকিং সোডা ক্ষতস্থানে লাগালে আপনার বিষের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং প্রদাহ কমবে।
- মৌমাছি কামড়ালে ক্ষত স্থানে এলোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেল প্রদাহ কমাতে এবং ব্যথা কমাতে সহায়তা করে।
- মৌমাছি কামড়ানোর পরে ক্ষত স্থানে আপনি ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন।
- মৌমাছি কামড়ানোর পরে আপনার যদি তীব্র ব্যথা অনুভব হয় তাহলে আক্রান্ত স্থানে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। টুথপেস্ট আপনার জ্বালাপোড়া কমানোর সাথে সাথে বিষও দূর করবে।
- মৌমাছি কামড়ানোর পরে ক্ষতস্থানে আপনি মধু লাগাতে পারেন। ক্ষত স্থানে মধু লাগালেন ব্যথা ও জ্বালাপোড়া আস্তে আস্তে কমে যায়।
- মৌমাছি কামড়ানোর পরে ক্ষতস্থানে আপনি রসুন বেটে লাগাতে পারেন। এতেও অনেকটা উপকার পাওয়া যায়।
- এছাড়া মৌমাছি কামড়ালে আপনি আক্রান্ত স্থানে এন্টিহিস্টাসিন ক্রিম কিংবা এন্টিহিস্টাসিন ওষুধ মুখে খেতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ব্যথা নাশক ওষুধ সেবন করতে পারেন ব্যথা কমানোর জন্য।
আশা করি আপনি বুঝতে পেরেছেন মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয়। মৌমাছি কামড়ানোর পরে আপনি যদি ক্ষতস্থানে উপরের পদ্ধতি গুলো অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনার ব্যথা ও ফলাভাব কমে যাবে।
মৌমাছি কামড়ের উপকারিতা
মৌমাছি কামড়ের উপকারিতা এই কথাটা শুনে হয়তো আপনি অনেক বেশি আশ্চর্য হচ্ছেন। কিন্তু হ্যাঁ মৌমাছি কামড়েও বিশেষ কিছু উপকারিতা রয়েছে। আমাদের শরীরে মৌমাছি কামড় দিলে এমন কিছু উপকার হয় যা আমাদের ত্বকের এবং স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। চলুন তাহলে জেনে নেই মৌমাছি কামড়ের উপকারিতা সম্পর্কে।
- মৌমাছি কামড়ালে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত হয়। শরীরের ভেতরে অক্সিজেন সরবরাহ হয় এবং পুষ্টি সরবরাহ হয়।
- মৌমাছির বিষ একজিমা বা সরিয়াসিসের মত সমস্যা সমাধানে খুব ভালো কাজ করে।
- মৌমাছির বিষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
- মৌমাছির কামড় গেটে বাদ,আথ্রাইটিসের সমস্যা, এপিথেরাপিতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যথা কমাতে এবং ফোলা ভাব কমাতে মৌমাছির কামর খুব কার্যকরী।
- মৌমাছির বিষ শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে এবং প্রদাহের ব্যথা কমায়।
- মৌমাছির বিষ এইডস ভাইরাস প্রতিরোধে সহায়তা করে।
- কিছু কিছু গবেষণায় প্রমাণিত হয় যে মৌমাছির বিষ স্তন ক্যান্সার ধ্বংসে ভালো কাজ করে।
মৌমাছির কামড় আমাদের জন্য উপকারী কিন্তু কারো কারো ক্ষেত্রে মৌমাছির কামড়ে এলার্জির সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনি যদি মৌমাছির কামড়ের থেরাপি নিতে চান তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি উপরের আলোচনা থেকে আপনি মৌমাছি কামড়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
ভিমরুল কামড়ালে করণীয় কি
ভিমরুল কামড়ালে করণীয় কি সে সম্পর্কে আমাদের আগে থেকেই সতর্ক থাকা উচিত। ভিমরুল কামড়ালে আমাদের কি কি করা উচিত সে সম্পর্কে আগে থেকে জানা থাকলে আপনি খুব সহজেই খুব দ্রুত চিকিৎসা নিতে পারবেন। ভিমরুলের বিষ খুবই বিষাক্ত হয়ে থাকে ধারণা করা হয় যে ভীমরুল যদি ১৫ বারের বেশি আপনাকে কামড়ায় তাহলে আপনার জীবন হয়ে যেতে পারে।
আরো পড়ুন: গুনগুনি পোকা তাড়ানোর পাঁচটি উপায়
১০০ থেকে ১৫০ গ্রামের বেশি বীজ যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার সব অঙ্গ পতঙ্গ অকেজো হয়ে পড়ে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি মৌমাছি একবারের বেশি হুল ফোটাতে পারে না কিন্তু একটি ভিমরুল আপনার শরীরে কয়েকবার ভুল ফোটাতে সক্ষম। একটি ভিমরুল যদি আপনাকে কামড় দেয় তাহলে একসাথে পাঁচ থেকে সাতটি হুল ফোটাতেও পারে।
তাই অবশ্যই ভিমরুল কামড়ালে অতি দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। আপনাকে যদি ভিমরুল কামড়ায় তাহলে আক্রান্ত স্থানে ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে ফুসকুড়ি উঠতে পারে,, দাগ হয় কিংবা ব্যাথা হতে পারে।
এগুলো সাধারণ লক্ষণ তবে বিপদজনক লক্ষণ গুলো হল আপনার শরীরে যদি অতিরিক্ত পরিমাণে ভিমরুলের হুল ফোটে তাহলে ঘুম ঘুম ভাব, সারা শরীরে চুলকানি, শরীর জ্বালাপোড়া, মাথা ঝিমঝিম করা, পুরো শরীর লাল চাকার মত হওয়া, চোখ লাল হওয়া, শরীর বেশি ঘেমে যাওয়া, ঠোঁট কিংবা জিব্বা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া অনেক সময় ডায়রিয়া ও হতে পারে। চলুন তাহলে জেনে নেই ভিমরুট কামড়ালে আপনার খুব দ্রুত কি কি করা উচিত।
- ভিমরুল কামড়ালে আগে প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আক্রান্ত স্থানে ভুল ফুটে আছে কিনা। যদি ভুল ফুটে থাকে তাহলে আস্তে আস্তে ভুলগুলো উঠিয়ে ফেলতে হবে।
- আক্রান্ত স্থান সাবান কিংবা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
- ব্যথা এবং জ্বালা কমানোর জন্য আপনি ঠান্ডা পানি শেখ দিতে পারেন।
- জীবাণু নাশক ক্রিম ব্যবহার করতে পারেন।
- ভিমরুল কামরানোর পরে আপনার যদি উপরের বিপদজনক লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
ভিমরুল আপনাকে যদি ১/২টি কামড়ায় তাহলে বাড়িতেই ঘরোয়া ভাবে চিকিৎসা নিতে পারেন কিন্তু ২/৩ এর অধিক যদি ভিমরূলে কামড়ায় তাহলে হাসপাতালে নেওয়া বাধ্যতামূলক। মৌমাছি, ভিমরুল, বোলতা এগুলোর বিষ খুবই বিপদজনক। তাই এসবের ক্ষেত্রে ঝাড় ফু না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। উপরের আলোচনা থেকে আপনি হয়তো এতক্ষণে ভিমরুল কামড়ালে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
সচার আচার জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর
১. ত্বকে কামড়ের দাগ দূর করার উপায়?
ত্বকে কামড়ের দাগ দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন। তবে ঘরোয়া পদ্ধতিতে দূর করতে চাইলে একটি কাপড়ের সাহায্যে বড় মুড়ে প্রতিদিন আক্রান্ত স্থানে ১৫/২০ মিনিট লাগিয়ে রাখুন দেখবেন আস্তে আস্তে ত্বকে কামড়ের দাগ দূর হয়ে গেছে।
২. মৌমাছি কামড়ালে কি করতে হবে ?
মৌমাছি কামড়ালে আপনি ব্যথা কমানোর জন্য আইসপ্যাক, বেকিং সোডা এবং মধু আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন।
৩. মৌমাছি কামড়ালে প্রাথমিক চিকিৎসা কি ?
মৌমাছি কামড়ালে প্রথমে আপনি ফোলা ভাব কমানোর জন্য ঠান্ডা প্যাক দিতে পারেন এবং ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টাসিন খেতে পারেন।
৪. মৌমাছি চোখে কামড়ালে করণীয় কি?
মৌমাছি যদি আপনার চোখে আক্রমণ করে তাহলে ঘরোয়া চিকিৎসা না নিয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
৫. রাতে কি মৌমাছি কামড়ায়?
অনেকের মুখে একটি কল্পকাহিনী রয়েছে যে রাতের বেলা মৌমাছি কামড়ায় না। আসলে এই ধারণাটি একেবারেই ভুল। মৌমাছি নিজে সুরক্ষার জন্য রাত কিংবা দিন যেকোনো সময় আপনাকে হুল ফোটাতে পারে।
মৌমাছির কামড়ের ঘরোয়া চিকিৎসা
মৌমাছি কামড়ের ঘরোয়া চিকিৎসা রয়েছে অনেক। আপনাকে যদি অল্প পরিমাণে মৌমাছি কামড়ায় তাহলে আপনি বিভিন্ন ধরনের ওষুধ কিংবা চিকিৎসকের কাছে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে মৌমাছি কামড়ের ঘরোয়া চিকিৎসা নিতে পারেন। মৌমাছি একটি বিষাক্ত পতঙ্গ।
মৌমাছির কামড়ে প্রচুর পরিমাণে বিষ থাকে। আর এই বিষ আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের এলার্জি সমস্যা, জ্বালাপোড়া ও ব্যথা অনুভব হয়। তাই আপনার যদি মৌমাছি কামড়ের ঘরোয়া পদ্ধতি গুলো জানা থাকে তাহলে খুব সহজেই ঘরোয়া ভাবেই আপনি ব্যথা, এলার্জি এবং জ্বালাপোড়া কমাতে পারেন। চলুন তাহলে জেনে নেই মৌমাছি কামড়ের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে।
- মৌমাছি কামড়ানোর পরে আগে ভালোভাবে আক্রান্ত স্থান থেকে মৌমাছির হুল উঠিয়ে ফেলতে হবে।
- আক্রান্ত স্থানে বরফ লাগিয়ে রাখলে ব্যথা ও জ্বালা ভাব অনেকটাই কমে যায়।
- আক্রান্ত স্থানে বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে পারেন। এই উপকরণটি প্রদাহ কমাতে সহায়তা করবে।
- আক্রান্ত স্থানে মধু লাগাতে পারেন। মধু লাগালে সংক্রমনের ঝুঁকি অনেকটাই কমে যায়।
- জ্বালাপোড়া ও ফুলা ভাব কমানোর জন্য এলোভেরা জেল লাগাতে পারেন।
- জ্বালাপোড়া ও ব্যথা কমানোর জন্য আপেল সিডার ভিনেগার তুলার সাহায্যে আক্রান্ত স্থানে লাগাতে পারেন।
- আক্রান্ত স্থানে পেঁয়াজ বা রসুন থেঁতো করে রস বের করে লাগাতে পারেন। এতে প্রদাহ কমবে এবং জীবাণু ধ্বংস হবে।
- তুলসির পাতা পিষে রস বের করে আক্রান্ত স্থানে লাগালে জ্বালাপোড়া কমে ও ব্যথা দূর হয়।
যদি উপরের এই পদ্ধতি গুলো অবলম্বন করেও আপনার ব্যথা না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মৌমাছির কামড় আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি আপনার উচিত অতি দ্রুত একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া।
মৌমাছি কামড়ালে চুন দেয় কেন
মৌমাছি কামড়ালে চুন দেয় কেন সে সম্পর্কে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের আর্টিকেলের এই অংশ থেকে জেনে নিতে পারেন। মৌমাছি কামড়ালে ক্ষতস্থান অতিরিক্ত পরিমাণে জ্বালাপোড়া করে। আর এই জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা চুন ব্যবহার করি। মৌমাছির বিষে রয়েছে এসিড। আর চুন হল ক্ষার।
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে শরীর কাপে
তাই মৌমাছির কামড়ালে ক্ষতস্থানে চুন ব্যবহার করলে এসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ পানি উৎপাদন করে আমাদের ক্ষতস্থানের ব্যথা কমায়। এছাড়া মৌমাছি কামড়ালে কত স্থানে চুল লাগালে জ্বালাপোড়া থেকে আরাম পাওয়া যায়। এবং মৌমাছি কামড়ানোর পরে যদি কোন রকমের জীবাণু থাকে তাহলে ক্ষতস্থানে চুন দিলে চুন সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া মৌমাছি কামড়ালে আপনি চুনের সাথে মধুও লাগাতে পারেন। এতে ব্যথা অনেকটাই কমে যায়।
মৌমাছি কামড়ের ওষুধ
মৌমাছি কামড়ের ওষুধ সম্পর্কে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মৌমাছি কামড়ালে আমরা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি। কিন্তু অতিরিক্ত পরিমাণে মৌমাছি কামড়ালে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেও ব্যথা কমাতে যদি না পারেন তাহলে অবশ্যই ওষুধ খাওয়া প্রয়োজন।
মৌমাছির কামড়ের জন্য আপনি বিভিন্ন ধরনের বেদনাশক ওষুধ খেতে পারেন কিংবা অ্যান্টিহিস্টামাইন বা কর্টিকোস্টোরয়েড খেতে পারেন। এ ওষুধগুলো আপনার ক্ষত কমাতে এবং ব্যথা সারাতে সহায়তা করবে। তাছাড়া এলার্জির জন্য এলাট্রল খেতে পারেন। তবে আমি মনে করি আপনাকে যদি অতিরিক্ত পরিমাণে মৌমাছিতে কামড়ায় তাহলে অবশ্যই আগে চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।
মন্তব্য - মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয়
প্রিয় পাঠক আমি আশা করি মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কি দিতে হয় সে সম্পর্কে আপনি একটি সুনিশ্চিত ধারনা পেয়েছেন। মৌমাছির বিষ খুবই জ্বালাপোড়া ও ব্যথা সৃষ্টি করে তাই মৌমাছি কামড়ালে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে আমি মনে করি মৌমাছি যেন না কামড়ায় সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মৌমাছি যেসব স্থানে রয়েছে সেসব স্থান এড়িয়ে চলায় ভালো।
আরো পড়ুন: ফার্মের মুরগির ডিমের অপকারিতা
মৌমাছির থেরাপি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ না নিয়ে কেউ মৌমাছির থেরাপি নিবেন না। এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url