এলাট্রল দিনে কয়টা খাওয়া যায়
এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় সে সম্পর্কে আপনার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা এই আর্টিকেলে এলাট্রল ড্রপের কাজ কি সে সম্পর্কে আপনাকে যথা সম্ভব জানানোর চেষ্টা করব।
আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যেমন এলাট্রল খেলে কি ঘুম হয়, এলাট্রলের দাম, এলাট্রল সিরাপ কিসের ওষুধ, এলাট্রল ট্যাবলেট এর কার্যকারিতা এবং এলাট্রল ১০ কাজ কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
পেজ সূচিপএ
এলাট্রল দিনে কয়টা খাওয়া যায়
এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় সে সম্পর্কে হয়তো তেমন কোন ধারণা নেই সবারই কারণ বেশিভাগ ওষুধই আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন এলাট্রল একটি শক্তিশালী এন্টিহিস্টামিন এবং এলার্জি চিকিৎসায় এটি ব্যাপকভাবে ব্যবহার হয়।
এলাট্রল এলার্জির ওষুধ বলে আমরা অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই দোকান থেকে কিনে এনে নিজে নিজে খাবার চেষ্টা করি কিন্তু আপনি কি জানেন এলাট্রল দিনে কয়টা খেলে ভালো হয় সে সম্পর্কে।
আপনার যদি এলাট্রল দিনে কয়টা খেলে ভালো হয় এবং আপনার শরীরে কোন ক্ষতি হবে না সে সম্পর্কে সঠিকভাবে জানা না থাকে তাহলে এখন আমরা এলাট্রল দিনে কয়টা করে খাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি এলাট্রল বিভিন্ন ধরনের চুলকানি, এলার্জি, একজিমা ইত্যাদি দূর করতে খেতে পারেন।
এলাট্রল খাওয়ার নিয়ম
এলাট্রল খাওয়ার নিয়ম সম্পর্কে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। এলাট্রল আপনি কখনোই নিজে নিজে কিনে খাবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এলাট্রল নিয়ম অনুযায়ী খাওয়া উচিত। সাধারণভাবে দিনে একবার খাওয়া উচিত।
এলাট্রল কখনোই খালি পেটে খাবেন না কারণ এটি আপনার পেটের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এলাট্রল সাধারন ভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা কারণ এলাট্রল ঘুম আনতে সহায়তা করে।
আরো পড়ুন: কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালাপোড়া করে
আপনার যদি এলার্জিজনিত কোন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এলাট্রল ওষুধ সেবন করুন। তবে ওষুধ সেবনের সময় কখনোই নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না কিংবা ওষুধের কোন পরিবর্তন করবেন না এতে আপনার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
এলাট্রল ড্রপের কাজ কি
এলাট্রল ড্রপের কাজ কি সে সম্পর্কে অনেকজন জানতে চাই। এলাট্রল ড্রপ ট্যাবলেট এবং সিরাপ হিসেবেও পাওয়া যায়। তবে এলাট্রল ড্রপ শিশুদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এলাট্রল ড্রপের প্রতি মি.লি তে রয়েছে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড বিপি ২.৫মি.গ্রা। শিশুদের সর্দি, এলার্জি চিকিৎসার জন্য এলাট্রল ড্রপ অত্যন্ত কার্যকর এন্টিহিস্টামিন।
এছাড়া আগাছা ফুলের পরাগ কিংবা ঘাস থেকে যেসব এলার্জি সৃষ্টি হয় শরীরে সেসব এলার্জি দূর করে এবং হাচি ও নাক থেকে পানি পড়া বন্ধ করে। এলাট্রল ড্রপ শিশুদের নাকের ভেতরে ও চোখের ভেতরে চুলকানি দূর করতে ও চোখে পানি আসা ও চোখের লাল ভাব কমাতে সহায়তা করে। এছাড়া বিভিন্ন ধরনের ধুলোবালি ও পশুর লোম থেকে আসা এলার্জির উপসর্গ দূর করতেও এলাট্রল ড্রপ ভালো কাজ করে।
এলাট্রল ড্রপ খাওয়ার নিয়ম
- ১২ থেকে ২৩ মাসের শিশুদের জন্য দিনে একবার ১ মি.লি করে ১২ ঘন্টা পর পর দেওয়া যেতে পারে।
- যাদের বয়স ২ থেকে ৬ বছরের ভেতরে তারা ৫ মি.লি করে দিনে দুইবার খেতে পারবে। কিংবা আধা চামচ করে খেতে পারবে।
- আর ৬ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে এলাট্রল ট্যাবলেট দিনে একটি করে খেতে পারবে।
অ্যালার্ট অল ড্রপের কাজ কি সে সম্পর্কে জানার পরে নিজে নিজে কখনোই এলাট্রল ড্রপ ফার্মেসি থেকে নিয়ে বাচ্চাদের খাওয়াবেন না। আপনার বাচ্চার যদি ঠান্ডা জনিত কিংবা এলার্জিজনিত কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ভালো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন তারপর তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলাট্রল ড্রপ খাওয়ানো শুরু করুন।
এলাট্রল খেলে কি ঘুম হয়
এলাট্রল খেলে কি ঘুম হয় সে সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন। হ্যাঁ এলাট্রল ট্যাবলেট খেলে ঘুম ভালো হয়। আপনি যদি আপনার এলার্জিজনিত সমস্যার কারণে এলাট্রল ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ঘুম হবে। এলাট্রল ট্যাবলেট ঘুম আসতে সহায়তা করে কিন্তু এলাট্রল ট্যাবলেট ঘুমের জন্য তৈরি করা হয়নি।
এলাট্রল ট্যাবলেট সাধারণভাবে এলার্জি জনিত সমস্যা ও বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যা রোধ করতে তৈরি করা হয়েছে। আপনার যদি এলার্জিজনিত কোন সমস্যা থাকে তাহলে এলাট্রল ট্যাবলেট খেতে পারেন তবে অবশ্যই কখনোই এলার্জির সমস্যা না থাকলে শুধু রাতে ভালো ঘুমানোর জন্য খাওয়া কখনোই ঠিক হবে না।
আরো পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধির আয়ুর্বেদিক ওষুধ
কারণ এলাট্রল ট্যাবলেট এলার্জির কারণে তৈরি করা হয়েছে ফলে আপনি যদি ভালো ঘুমানোর জন্য এলাট্রল ট্যাবলেট কে বেছে নেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কারণ এলাট্রল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। দীর্ঘদিন এলাট্রল ট্যাবলেট খেলে আপনার কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে।
তাই যদি প্রয়োজন না হয় তাহলে এলাট্রল ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকুন। আপনার যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘুমের ট্যাবলেট সেবন করুন কিন্তু এলাট্রল ট্যাবলেট কে কখনোই ঘুমের ট্যাবলেট হিসেবে খাবেন না।
সচার আচার জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর
১. এলাট্রল কি শিশুদের জন্য নিরাপদ?
হ্যাঁ অবশ্যই, তবে আপনার শিশুর যদি এলার্জি জনিত সমস্যা দেখা দেয় তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে এলাট্রল খাওয়া শুরু করুন। নিজে নিজে শিশুকে এলাট্রল ডোজ দিতে যাবেন না এতে আপনার বাচ্চার সমস্যা হতে পারে।
২. এলাট্রল কি সর্দির জন্য?
এলাট্রল শরীরের এলার্জির সমস্যার সাথে সাথে বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। তাই আপনার যদি এলার্জিজনিত কারণে হাঁচি, কাশি কিংবা নাক দিয়ে পানি পড়ে তাহলে এলাট্রল সেবন করতে পারেন।
৩. এলাট্রল দিনে দুইবার খাওয়া যাবে কি?
হ্যাঁ, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে দিনে দুইবার এলাট্রল ট্যাবলেট খেতে পারেন তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ দিনে দুইবার খাবেন কারণ এলাট্রল ট্যাবলেট আপনার ঘুম আনতে সাহায্য করে। তাই আপনার শারীরিক অবস্থার ওপরে চিন্তা করে চিকিৎসকরা কিভাবে এলাট্রল ট্যাবলেট এর ডোজ নিলে উপকার পাবেন সে সম্পর্কে পরামর্শ দিবে।
৪. কিভাবে এলার্জি দূর করা যায়?
এলার্জি দূর করার জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নির্বাচন করা উচিত এবং বিভিন্ন ধরনের ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করা ও তাজা ফলমূল ও শাকসবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। এছাড়া আপনার যেসব খাবার এলার্জি রয়েছে সেসব খাবারগুলো এড়িয়ে চলা।
৫. এলাট্রল কি ঘুমের ওষুধ?
এলাট্রল এলার্জিজনিত সমস্যা দূর করতে সহায়তা করে। তবে এলাট্রল খেলে আমাদের ঘুম ঘুম ভাব হয় এবং প্রচুর পরিমাণে ঘুম আসে।
এলাট্রল খেলে কি ক্ষতি হয়
এলাট্রল খেলে কি ক্ষতি হয় সে সম্পর্কে অবশ্যই ট্যাবলেট খাওয়ার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যে কোন ওষুধ যেমন আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে তেমন কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি ও হয়ে থাকে।
এলাট্রল ট্যাবলেট এলার্জির সমস্যা দূর করতে বেশি কার্যকরী তবে এলার্জির সমস্যা দূর করার সাথে সাথে এই ট্যাবলেট আপনার ঠান্ডা জড়িত বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে।
এলাট্রল ট্যাবলেট গ্রহণের আগে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অতিরিক্ত পরিমাণে এলাট্রল ট্যাবলেট খেলে কিংবা ঠিকমতো ডোজ না নিলে আপনার শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে।
- এলাট্রল ট্যাবলেট আমাদের ঘুম আনতে সহায়তা করে। তাই অবশ্যই এলাট্রল ট্যাবলেট খেলে আপনি গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন।
- এলাট্রল ট্যাবলেট খাওয়ার পরে আপনি কখনোই ডিপ্রেসেন্ট ওষুধ কিংবা অ্যালকোহল জাতীয় কিছু খাবেন না।
- দীর্ঘদিন এলাট্রল ট্যাবলেট গ্রহণ করলে আপনার ঘুমের সমস্যা হয়। কারণ দীর্ঘদিন এলাট্রল ট্যাবলেট গ্রহণ করার পর যদি আপনি এই ট্যাবলেট খাওয়া বন্ধ করেন তাহলে প্রাকৃতিকভাবে ঘুমাতে কঠিন হয়ে যায়।
- অনেকদিন ধরে যদি আপনি এলাট্রল ট্যাবলেট গ্রহণ করেন তাহলে আপনার শরীর ক্লান্ত ও সব সময় দুর্বলতা অনুভব হয়। কিংবা মানসিক চাপ বাড়তে পারে এবং সব সময় সবকিছু বিরক্তিকর লাগতে পারে।
- দীর্ঘদিন এলাট্রল ট্যাবলেট খেলে আপনার লিভার ও কিডনির ওপরে খারাপ প্রভাব পড়তে পারে।
- আপনি যদি অতিরিক্ত পরিমাণে এলাট্রল ট্যাবলেট খান তাহলে আপনার শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিতে পারে এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে।
তাই অবশ্যই এলাট্রল ট্যাবলেট খাওয়ার আগে এলাট্রল ট্যাবলেটের ক্ষতিকারক দিকগুলো বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এলাট্রল ট্যাবলেট সেবন করুন।
এলাট্রল এর দাম
এলাট্রল এর দাম ফার্মেসি ও কোম্পানি ভেদে বিভিন্ন রকম হতে পারে। এন্টিহিস্টামিন ওষুধ হিসেবে এলাট্রল পরিচিত। এলাট্রল সাধারণভাবে আমরা অ্যালার্জিজনিত কারণে খেয়ে থাকি তবে এটি আমাদের ঠান্ডা ভাব কমাতেও সহায়তা করে। চলুন তাহলে এলাট্রলের দাম সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি।
- ট্যাবলেট: এলাট্রল ট্যাবলেট ১০ মি.গ্রা ট্যাবলেটের ১ পাতার দাম ৩০.১০ টাকা।
- সিরাপ: এলাট্রল ৬০ মি.গ্রা সিরাপের মূল্য ৩০ টাকা এবং পেডিয়াট্রিক ১৫ মিলিগ্রাম সিরাপের মূল্য ২৫ টাকা।
এলাট্রল ট্যাবলেটের মূল্য সময় এবং ফার্মেসির ভিন্নতার কারণে বিভিন্ন রকম হতে পারে তবে আপনি যদি সঠিক এবং সর্বশেষ মূল্য জানতে চান তাহলে অবশ্যই একটি ভালো ফার্মেসিতে যোগাযোগ করতে পারেন।
এলাট্রল সিরাপ কিসের ওষুধ
এলাট্রল সিরাপ কিসের ওষুধ এবং এলাট্রল সিরাপ এর কাজ কি সে সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন। এলাট্রল ট্যাবলেট এবং এলাট্রল সিরাপ মূলত একই রোগের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এলাট্রল ট্যাবলেট খেলে যেমন আমাদের এলার্জির সমস্যা দূর হয় তেমন এলাট্রল সিরাপ খেলেও আমাদের এলার্জির সমস্যা দূর হয়।
সাধারণভাবে বড়রা এলাট্রল ট্যাবলেট ব্যবহার করে থাকে এবং ছোটরা যেহেতু এলাট্রল ট্যাবলেট খেতে পারে না তাই তাদের জন্য বেশিরভাগ সিরাপ ব্যবহার করা হয়। তবে যদি বড়রা চাই তারাও খেতে পারে এলাট্রল সিরাপ। এলাট্রল সিরাপ এবং এলাট্রল ট্যাবলেট এর নাম প্রায় একই রকম তাই আপনি হয়তো বুঝতে পারছেন এলাট্রল ট্যাবলেট এবং এলাট্রল সিরাপ এলার্জির ওষুধ।
আপনার যদি এলার্জির সমস্যা থাকে তাহলে এলাট্রল ট্যাবলেট কিংবা এলাট্রল সিরাপ সেবন করতে পারেন। এলাট্রল ট্যাবলেট এবং এলাট্রল সিরাপ এই দুইটি ওষুধ তাৎক্ষণিকভাবে এবং খুব দ্রুত এলার্জি দূর করতে ভাল কাজ করে। তবে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ আপনার জন্য এলাট্রল ট্যাবলেট কিংবা এলাট্রল সিরাপ কোনটা বেশি জরুরী সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত এবং আপনার বয়স অনুযায়ী ওষুধের পরিমাণ ঠিক রাখা দরকার। আশা করি, এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় এবং এলাট্রল সিরাপ কিসের ওষুধ সে সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি।
এলাট্রল ১০ এর কাজ কি
এলাট্রল ১০ এর কাজ হল আমাদের শরীর থেকে এলার্জির সমস্যা দূর করা। এলাট্রল মূলত আমরা অ্যালার্জির চিকিৎসায় জন্য ব্যবহার করে থাকি। এলাট্রল ১০ হল এন্টিহিস্টাসিন। এলাট্রল ১০ মূলত চোখে পানি পড়া, দীর্ঘমেয়াদি এলার্জি, বংশগত এলার্জি, চোখ লাল হয়ে যাওয়া, পুরো শরীর ফুলে যাওয়া, চোখের ভেতরে চুলকানি ইত্যাদি দূর করতে চিকিৎসকরা দিয়ে থাকেন। আপনার যদি এমন কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনি এলাট্রল ১০ সেবন করতে পারেন।
এছাড়া এলাট্রল ১০ পেরিনিয়াল এলার্জি এবং সিজনাল রাইনাইটিস জনিত লক্ষণগুলো দূর করতেও ব্যবহার করা যেতে পারে। এলাট্রল ১০ নাকের ফুসকুড়ি উপশমের জন্য ভালো কাজ করে থাকে। আপনার যদি এজমার সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এলাট্রল ট্যাবলেট সেবন করুন। এলাট্রল ১০ মূলত এলার্জি সমস্যার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের এলার্জি দূর করতে ভালো কাজ করে থাকে। কিন্তু একা একা কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া এলাট্রল ১০ খাবেন না এতে আপনার শরীরের ক্ষতি হতে পারে।
লেখকের মন্তব্য - এলাট্রল দিনে কয়টা খাওয়া যায়
প্রিয় স্বাস্থ্য সচেতন বন্ধুরা আশা করি আমাদের এই আর্টিকেলটি পড়ার পরে আপনি এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় এবং এলাট্রল ড্রপের কাজ কি সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। ওষুধ যেমন আমাদের শরীরের জন্য বিশেষ উপকার নিয়ে আসে তেমন এলাট্রল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের শরীরে কিছু কিছু ক্ষতি হতে পারে। তাই অবশ্যই ট্যাবলেট খাওয়ার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলাট্রল ট্যাবলেটের ডোজ গ্রহণ করুন।
আরো পড়ুন: ইসবগুলের ভুষি ও তোকমা খাওয়ার নিয়ম
আমাদের এই আর্টিকেলটি পড়ার পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের এই আর্টিকেলটি শেয়ার করুন। তাহলে আপনার বন্ধুরাও এলাট্রল দিনে কয়টা খাওয়া যায় সে সম্পর্কে ধারণা পাবে। আর এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোন আর্টিকেলে।
বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url