SEO এর পূর্ণরূপ কি

 SEO এর পূর্ণরূপ কি? আপনাদের কথা চিন্তা করে এই আর্টিকেলে SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিবেন।
SEO এর পূর্ণরূপ কি
এছাড়াও এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে এসইও শিখতে কতদিন লাগে সে সম্পর্কেও সঠিকভাবে জেনে যাবেন। তাই আর দেরি না করে আসুন বিস্তারিত তথ্য জেনে নিন।
পেজ সূচিপএ

SEO এর পূর্ণরূপ কি

 SEO এর পূর্ণরূপ কি? আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা SEO এর পূর্ণরূপ কি এই সম্পর্কে জানেন না। তাই এসইও করার আগে আপনাকে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। তাই আসুন এসইও কি এবং এটি কিভাবে কাজ করে তা সঠিকভাবে জেনে নিন।

এসইও (SEO) এর পূর্ণরূপ কি হলো Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)। অর্থাৎ যখন আপনি আপনার কনটেন্টকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবেন, তখন অপটিমাইজ করার যে প্রক্রিয়া রয়েছে সেটিকেই মূলত সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়। 

যদি আপনারা আরো সহজ ভাবে জানতে চান তাহলে যখন কোন আর্টিকেল লিখে সুন্দর করে গুগলে এক নম্বর পেইজে তোলার জন্য যে SEO টা করা হয় মূলত তাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। SEO মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। অন-পেজ SEO, অফ-পেজ SEO, এবং টেকনিক্যাল SEO।

অন পেইজ Seo কি?: অন পেজ Seo হল কোন সাইডের মধ্যে যেমন- টাইটেল, ডেসক্রিপশন, সাব হেডিং, ইউআরএল, ট্যাগ বডি কনটেন্ট, ইন্টার্নাল লিংক ইত্যাদি। অর্থাৎ আপনি কোন ওয়েবসাইটের ভেতরে যে সকল কাজগুলো করবেন মূলত সেগুলোকেই সার্চ ইঞ্জিন রেজাল্টের ওপরে নিয়ে আসার ক্ষেত্রে কাজ করার প্রক্রিয়াকেই মূলত অন পেজ Seo বলে।

অফ পেইজ Seo কি?: অফ পেজ SEO হল আপনার যেকোনো একটি সাইটকে সার্চ রেজাল্টের ওপর নিয়ে আসার জন্য এমন কিছু টেকনিক ব্যবহার করবেন, যাতে করে আপনার ওয়েবসাইটের ইন্টার্নালে কাজ করতে না হয়। 

কিন্তু আপনার ওয়েবসাইটের বাইরে যেমন- (backlink, social bookmarking, guest posting social media sharing) এই ধরনের অপটিমাইজেশন করতে হয় তাহলে তাকেই অফ পেইজ Seo বলা হয়। অফ পেইজ Seo এর কাজ হলো অন্যান্য সাইট থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার কৌশল নিয়ে কাজ করে।

টেকনিক্যাল এসইও কি?: টেকনিক্যাল SEO হল কোন একটি ওয়েবসাইটের পেজ এবং সার্ভার অপটিমাইজেশন এর উপর ভিত্তি করে যে মনিটাইজেশন করা হয়, যেন সার্চ ইঞ্জিন স্পাইডার গুলো সঠিকভাবে আপনার ওয়েবসাইট গুলো ক্রস এবং ইনডেক্স করতে সক্ষম হয়। এর মধ্যে রয়েছে (Sitemap,Page Loading speed, Mobile Usability)। এছাড়াও ওয়েবসাইট স্ট্রাকচার এবং ডিজাইন ও ইউআরএল স্ট্রাকচার।

এসইও শিখতে কতদিন লাগে

এসইও শিখতে কত দিন লাগে সে সম্পর্কে অনেকেই জানতে চান। SEO এর পূর্ণরূপ কি? এই বিষয়টি জানার পাশাপাশি আপনাকে এসইও শিখতে কতদিন লাগে এই সম্পর্কেও জানতে হবে। SEO-সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনারা এটি শিখতে চান তাহলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। এসইও শেখার জন্য আপনার নির্ধারিত সময় শেখার গতি শেখার পদ্ধতি এবং প্র্যাকটিসের উপর বেশি নির্ভর করে। 

যদি আপনি এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অল্প কিছু সময়ের মধ্যে আপনারা এসও শিখে যাবেন। তবে এখানে কিছু বিষয় রয়েছে আপনি চাইলে ইউটিউব দেখে এসিও শিখতে পারেন কিন্তু ইউটিউব দেখে শিখতে গেলে আপনার নিজের সাজেশন এবং ইউটিউবের সাহায্য নিয়ে সামনে এগোতে হবে। এটি কিছু কিছু মানুষের জন্য সহজ আবার কিছু কিছু মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। 
তাই আপনারা চাইলে বিভিন্ন অনলাইন কোর্স করে আপনার seo শেখার পদ্ধতিটা আরো বেশি বৃদ্ধি করতে পারেন। যদি আপনি দ্রুত শিখতে চান তাহলে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, ঠিক তত দ্রুত আপনি এসইও শিখতে পারবেন। যদি আপনারা প্রাথমিকভাবে এসইও শিখতে চান তাহলে এটি শিখতে প্রায় এক থেকে তিন মাস সময় লাগতে পারে। 
এসইও শিখতে কতদিন লাগে জেনে নিন
এই সময়ের মধ্যে আপনি কিওয়ার্ড রিচার্জ লিঙ্ক বিল্ডিং অন পেজ এসইও কন্টেন্ট অপটিমাইজেশন এবং আরো নানা ধরনের প্রাথমিক বিষয়গুলো শিখে নিতে পারবেন। আর যদি আপনি এডভান্স লেভেলে SEOশিখতে চান তাহলে আপনার সময় লাগতে পারে প্রায় তিন থেকে ছয় মাস। একদম সম্পূর্ণভাবে SEO ওপর দক্ষতা অর্জন করতে একজন মানুষের প্রায় ছয় থেকে এক বছর কিংবা তার বেশি সময় লাগতে পারে। 

এতে করে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারবে আবার বিভিন্ন প্রজেক্টে কাজ করে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আশা করি এসইও শিখতে কতদিন লাগে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।

Seo করে কত টাকা আয় করা যায়

Seo করে কত টাকা আয় করা যায় সে সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই এসইওর উপরে খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে SEO করে অনেক মানুষ প্রচুর টাকা ইনকাম করছেন। যদি আপনি সঠিকভাবে এসইউ এর ওপর দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আশা করি প্রতি মাসে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। তবে আপনার আয়ের পরিমাণ নির্ভর করে আপনার SEO শেখার দক্ষতা এবং ক্লায়েন্টের ও আপনার কাজের ধরনের উপর। 

যারা এসইও এর ওপর দক্ষতা অর্জন করেন তাদের সাধারণত কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অন-পেজ এবং অফ-পেজ অপ্টিমাইজেশন, কনটেন্ট মার্কেটিং, এবং লিঙ্ক বিল্ডিংয়ের মতো ইত্যাদি সেবা প্রদান করতে হয়। সাধারণত একজন ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি সম্পূর্ণ এসইও দক্ষতা অর্জন করেন তাহলে প্রতি প্রজেক্টে আপনার ৫০০০ থেকে ৫০ হাজার টাকা কিংবা তারও বেশি ইনকাম করতে পারবেন। 
এছাড়াও আপনি যদি ফুল টাইম কোম্পানিতে কাজ করেন তাহলে মাসিক বেতন ২০ থেকে ৩০ হাজার বা তারও বেশি ইনকাম করতে পারবেন। এটি সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর নির্ভরশীল করে। এছাড়াও আপনি যদি এসইও ওপর দক্ষতা অর্জন করেন তাহলে অনলাইনে যেগুলো মার্কেটপ্লেস রয়েছে যেমন- Upwork, Fiverr, এবং Freelancer-এ SEO এক্সপার্টদের চাহিদা ক্রমাগত বাড়ছে। 

এই মার্কেটপ্লেস গুলোতে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে প্রচুর টাকা ইনকাম করা যায়। এখানে আয়ের কোন নির্দিষ্ট সীমা নেই। যত বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তাই ডিজিটাল মার্কেটিং জগতে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।

এসইওতে কাজের ধাপ কয়টি

এসইওতে কাজের ধাপ কয়টি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যদি আপনি নতুন একটি ওয়েবসাইটকে সম্পূর্ণ এসইও করতে চান তাহলে প্রাথমিকভাবে আপনাকে কিছু এসইওর কাজের ধাপ অনুসরণ করতে হবে।

কীওয়ার্ড রিসার্চঃ প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে কীওয়ার্ড রিসার্চের ওপর। এরপর আপনাকে রাঙ্ককিং এ তোলার জন্য টার্গেট নিতে হবে এবং কিভাবে একটি আর্টিকেলের ওপর অনেক বেশি ট্রাফিক আসবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অন-পেজ এসইওঃ ইন্টারনাল লিঙ্কিং, ইমেজ অপটিমাইজেশন, আইএল বা ইমেজ অ্যাল্ট ট্যাগ, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ, এবং Url স্ট্রাকচার সহ যে সমস্ত অন পেজ SEO রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এই ও কাজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে।

অফ পেজ এসইওঃ SEO এর পূর্ণরূপ কি, এসইও শিখতে কতদিন লাগে, Seo করে কত টাকা আয় করা যায়, অফ পেজ এসইও করে টাকা আয় করা যায় কিনা, ইত্যাদি প্রশ্ন করে থাকেন। অফ-পেজ SEO হলো এমন একটি কৌশল, যা আপনার ওয়েবসাইটের বাইরের কার্যক্রমের মাধ্যমে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। 

অফ-পেজ SEO এর মূল লক্ষ্য হলো লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক পাওয়া। যখন মানসম্পন্ন ওয়েবসাইট থেকে লিঙ্ক আসে, তখন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে আরও নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক মনে করে।

Seo শিখে কিভাবে আয় করব

Seo শিখে কিভাবে আয় করব? এই সম্পর্কে আপনারা যারা প্রশ্ন করেছেন। আশা করি এই আর্টিকেলের অংশটুকু থেকে সঠিকভাবে জেনে যাবেন। Seo শিখে যদি আপনি ইনকাম করতে চান তাহলে প্রথমত আপনাকে Seo ওপর দক্ষতা অর্জন করতে হবে। যদি আপনি সঠিক ভাবে Seo শিখতে পারেন, তাহলে বিভিন্ন কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটি বেতন দিয়ে হায়ার করবেন। 
Seo শিখে কিভাবে আয় করব
শুধুমাত্র Seo করার জন্য। আপনারা চাইলে ভালোভাবে Seo করে সেই সকল কোম্পানিগুলোতে জব করে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও Seo করে আপনি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে যেমন- Upwork, Fiverr, এবং Freelancer.com এগুলোতে বিভিন্ন ক্লায়েন্টদের Seo করিয়ে দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। 

সারা বিশ্বে এখন অসংখ্য মানুষ Seo শিখে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছেন। আপনি চাইলে ঘরে বসে Seo এক্সপার্ট হয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। Seo করার আরো একটি সুবিধা হল আপনি চাইলে এটি লং টাইম করতে পারবেন। আশা করি Seo শিখে কিভাবে আয় করবেন তা সঠিকভাবে জানতে পেরেছেন।

সচার আচার জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর

১) প্রশ্নঃ Seo শিখতে হলে কি কি জানতে হবে?

উত্তরঃ Seo শিখতে হলে আপনাকে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এই বিষয়টি সম্পর্কে প্রথমে জানতে হবে।

২) প্রশ্নঃ Seo কত প্রকার?

উত্তরঃ Seo প্রধানত তিনটি প্রকার। ১. অন পেজ এসইও, ২. অফ পেজ এসইও, ৩. টেকনিক্যাল এসইও।

৩) প্রশ্নঃ Seo অর্থ কি

উত্তরঃ এসইও (SEO) এর অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।

৪) প্রশ্নঃ Seo করে মাসে কত টাকা আয় করা যায়?

উত্তরঃ যদি আপনি এসইওতে ভালোভাবে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।

৫) প্রশ্নঃ 2025 সালে এসইও কি ভালো হবে?

উত্তরঃ হ্যাঁ।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে SEO এর পূর্ণরূপ কি এবং এসইও শিখতে কতদিন লাগে এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন ধরনের কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে ডিজিটাল মার্কেটিং সেক্টরগুলোতে কাজ করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন। আর সেই সেক্টর গুলোর মধ্যে রয়েছে SEO। 
যদি আপনারা এসইও করে ইনকাম করতে চান তাহলে সর্বপ্রথম এসইও কি? কিভাবে কাজ করে এবং SEO এর পূর্ণরূপ কি এ বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। পাশাপাশি আপনার বন্ধু-বান্ধবের কাছে এই আর্টিকেলটি শেয়ার করবেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url