মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম

মাথা ব্যথা কমানোর ঔষধের নাম সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়ুন। 
মাথা ব্যথা কমানোর ঔষধের নাম
মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে ও আমরা আপনাদের আজকের আর্টিকেলে বিস্তারিত জানাবো। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকুন।
পেজ সূচিপএ

মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম

মাথা ব্যথা কমানোর ঔষধের নাম আপনার হয়তো দরকার নাও হতে পারে কিন্তু মাথাব্যথা কমানোর ১২টি ওষুধের নাম সম্পর্কে একটি ধারণা রাখা ভালো। আমাদের অনেক সময় মাথা ব্যথা করে এবং আমাদের জানা ওষুধে কমেনা তাই মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম জানা থাকলে আপনি একটি ওষুধের মাথাব্যথা না কমলেও আরেকটি ওষুধ খেয়ে মাথা ব্যথা কমাতে পারেন। 

অনেক সময় মাথা ব্যথা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। খুব অল্প কারণেই আমাদের মাথা ব্যথা শুরু হয় এবং এত বেশি মাথাব্যথা করে যে কোন কাজকর্মে ঠিকমতো মন দিতে পারি না। মাথা ব্যথা সারানোর ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে তবে অনেক ক্ষেত্রে এ ঘরোয়া পদ্ধতি গুলো করেও কোনো কাজ হয় না। ঠিক তখনই আমাদের মাথা ব্যাথার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। আসুন তাহলে জেনে নেই মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম সম্পর্কে।

  1. Anilic (অ্যানিলিগ) 200mg
  2. Arani (আরিন) Tablet 200mg
  3. Tufnil (টাফনিল) Tablet 200mg
  4. Tolif (টলমিক) 200mg
  5. Migrex (মীগেক্স) Tablet 200mg
  6. Tolmic (টলিফ) Tablet 200mg
  7. Lograin (লজরিন) Tablet 200mg
  8. Namitol (নামিটল) Tablet 200 mg
  9. Naproxen (নাপ্রোক্সেন) 250mg
  10. Paracetamol (প্যারাসিটামল) 500mg
  11. Minopa (মিনোপা) Tablet 200mg
  12. Migratol (মেগা টল) Tablet 200mg
তবে ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া আগে ওষুধগুলো কখনোই নিজে নিজে খাবেন না এতে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হবে। ওষুধগুলো খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন। আশা করি আমরা আপনাদের মাথা ব্যথা কমানোর ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি।

মাথা ব্যথা কমানোর ১২টি ঘরোয়া উপায়

মাথা ব্যথা কমানোর ১২টি ঘরোয়া উপায় সম্পর্কে আজকে আপনাদের জানাবো। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের মাথা ব্যথা কমানোর ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। অনেক সময় আমাদের হঠাৎই মাথা ব্যাথা শুরু হয় আর এই মাথা ব্যথা কমানোর জন্য ঘরে যদি কোন মাথা ব্যথার ওষুধ না থাকে তাহলে আপনি ঘরোয়া পদ্ধতিতে ও মাথা ব্যথা কমাতে পারেন। 

অনেক সময় আমরা বাড়িতে ওষুধ থাকলেও খুব ঘন ঘন মাথা ব্যথা হবার কারণে বারবার ওষুধ খেতে চায় না তখন কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে মাথাব্যথা কমাতে চাই। কিছু কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো আপনি যদি সঠিক নিয়ম মেনে করেন তাহলে অবশ্যই আপনি মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন দেরি না করে মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নেই।

  • পানি পান করুন: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পার করুন। তাছাড়া আপনার যদি মাথা ব্যথা শুরু হয় তাহলে দুই বা এক গ্লাস পানি পান করুন দেখবেন অতি দ্রুত মাথা ব্যথা কমে গেছে।
  • বিশ্রাম নিন: আমাদের বেশিরভাগ মাথা ব্যাথা হয়, ঘুম কম হওয়ার কারণে তাই অবশ্যই আপনার যদি মাথা ব্যথা শুরু হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। দেখবেন অনেক আরাম অনুভব করছেন এবং মাথাব্যথা কমে গেছে।
  • আদা চা: যদি আপনার মাথা ব্যথা শুরু হয় তাহলে আদা চা করে খান। আদা চা মাথা ব্যথা কমাতে সাহায্য করে।
  • তেল মালিশ করুন: মাথা ব্যথা কমানোর জন্য আপনি তেল মালিশ করতে পারেন। ল্যাভেন্ডার, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ইত্যাদি তেলগুলো মাথাব্যথা কমানোর জন্য কপালে মালিশ করতে পারেন।
  • হিট থেরাপি: উশু গরম পানি নিয়ে তার ভেতরে একটি সুতি কাপড় ভিজিয়ে কাপড়টি ভাল করে চিপে চোখের ওপর এবং কপালে দিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষনের মধ্যে মাথা ব্যথা অনেকটাই কমে গেছে।
  • পুদিনা পাতার রস: পুদিনা পাতার রস মাথা ব্যথা কমাতে সাহায্য করে। কিছু পুদিনা পাতা নিয়ে ভালো করে সেগুলো পেস্ট তৈরি করে কপালে লাগিয়ে রাখুন। কিছুক্ষনের ভেতরে মাথা ব্যথা কমে যাবে। তাছাড়া মাথাব্যথা কমানোর জন্য পুদিনা পাতা দিয়ে চা করে খেতে পারেন এতেও বেশ উপকার পাবেন।
  • ঠান্ডা পানির সেক: মাথাব্যথা কমানোর জন্য আপনি ঠান্ডা পানির সেক দিতে পারেন। এতে অনেকটা আরাম পাবেন।
  • বিশেষ খাবার: কিছু কিছু খাবার রয়েছে যেগুলো মাথা ব্যথা কমাতে সাহায্য করে যেমন আলু, শাকসবজি, এবং মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকার কারণে মাথাব্যথা অনেকটাই কমে যায়।
  • কাজ বন্ধ: আপনার যদি মাথাব্যথা শুরু হয় তাহলে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন। দেখবেন মাথা ব্যথা আরাম পাচ্ছেন।
  • ক্যামোমাইল চা: আপনার যদি মাথা ব্যথা শুরু হয় তাহলে ক্যামোমাইল চা খেতে পারেন। এই চা পান করলে মাংসপেশী শিথিল হয় এবং মাথা ব্যথা কমে।
  • নিরিবিলি পরিবেশে থাকুন: মাথা ব্যথা কমানোর জন্য কম আলো যুক্ত ঘর এবং নিরিবিলি পরিবেশে থাকুন। এটা খুব তাড়াতাড়ি মাথা ব্যাথা কমে যায়।
  • অ্যাকুপ্রেসার: অ্যাকুপ্রেসার মাথা ব্যথা কমানোর জন্য খুব ভালো কাজ করে। মাথার যেখানে ব্যথা করছে সেখানে হাতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে চাপ দিন দেখবেন মাথা ব্যথা কমে গেছে।
  • ধূমপান: বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এই ধূমপান মাথা ব্যথা বাড়াতে পারে। তাই মাথা ব্যথার সময় ধূমপান পরিহার করুন।

মাথা ব্যথা কমানোর দোয়া

মাথা ব্যথা কমানোর দোয়ার মাধ্যমেও মাথা ব্যথা কমানো সম্ভব। মাথা ব্যথা কমানোর ঔষধের নাম জানার পাশাপাশি মাথা ব্যথা কমানোর দোয়া সম্পর্কেও একটি ধারণা রাখা জরুরী। কারণ আমাদের নিত্য দিনের কাজের চাপে প্রতিদিনই প্রায় মাথাব্যথা সমস্যা সৃষ্টি হয়। 

আর এ মাথা ব্যথা কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকে। আর এ মাথাব্যথা যদি খুব তীব্র আকারের হয় তাহলে ওষুধ পর্যন্ত খেয়ে থাকি কিন্তু আপনি আপনার মাথা ব্যথা মাথা ব্যথা কমানোর দোয়ার মাধ্যমেও কমিয়ে আনতে পারেন। 

যখন আপনার প্রচন্ড মাথা ব্যথা করবে তখন আপনার ডান হাত কপালের উপরে রেখে এই দোয়াটি তিনবার পড়ুন। মাথা ব্যথা কমানোর দোয়াটি পড়ে যদি আপনি আপনার দুই চোখ বন্ধ করে আরামে শুয়ে থাকেন তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাথা ব্যথা কমে গেছে। তাহলে চলুন মাথা ব্যথা কমানোর দোয়া জেনে নেই।

দোয়া:
  • "লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন"
  • "বিসমিল্লাহিল-মালিক, আল্লাহুম্মা আশফিহি"
  • "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি মা আজিদু ওয়া মা আহাযিরু"
  • "আল্লাহুম্মা আফিনী ফি বাদকি শাফি বদানী"
  • "আল্লাহুম্মা রব্বান নাসি, আযহিবিল-বাস, আশফিহি ওয়া আনতাস-শাফি"

মাথা যন্ত্রণা কমানোর ব্যায়াম

মাথা যন্ত্রণা কমানোর ব্যায়াম সম্পর্কেও আমরা আজকে জানবো। আমাদের মাথা ব্যথা করলে আমরা সাধারণত প্রথম অবস্থাতে ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করে থাকি। যদি না কমে তাহলে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। অনেক সময় মাথা ব্যথা কমানোর জন্য মাথা ব্যথা কমানোর দোয়াও পড়ে থাকি। 

কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কিছু কিছু ব্যায়াম রয়েছে যেগুলোর মাধ্যমেও আমাদের মাথা যন্ত্রণা কমানো সম্ভব। আজকে আমরা আপনাকে মাথাব্যথা কমানোর কিছু ব্যায়াম সম্পর্কে ধারণা দেবো। যে ব্যায়ামগুলো করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার মাথা ব্যথা কমিয়ে নিত্যদিনের কাজে মনোযোগ দিতে পারবেন।

  • কোন আরামদায়ক জায়গায় শুয়ে নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ুন। এভাবে ২-৩ মিনিট করুন।
  • চেয়ারে সোজা হয়ে বসুন এবং মাথায় একবার ডান দিকে এবং একবার বাম দিকে আস্তে আস্তে ঘুরান।
  • মাথা একবার সামনের দিকে নামান এবং একবার পেছনদিকে উঠান এভাবে ১০/১৫ বার করুন।
  • আঙ্গুলের সাহায্যে ব্যাথার স্থানে ম্যাসাজ করুন।
  • চোখ দুটিকে বন্ধ করে চোখের পেশিকে শক্ত করে টেনে ধরে থাকুন এবং পাঁচ সেকেন্ড পর আবার ছেড়ে দিন।

ঘন ঘন মাথা ব্যথার কারণ কি

ঘনঘন মাথা ব্যথার কারণ কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ঘনঘন মাথা ব্যথা হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। আমাদের অনেক সময় মাথা ব্যথা করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিংবা কিছু সমস্যার কারণে আমাদের খুব ঘনঘন মাথা ব্যথা করে। আপনার যদি ঘনঘন মাথা ব্যথা করে তাহলে মাথা ব্যথা কমানোর ঔষধের নাম সম্পর্কে একটি সাধারণ ধারণা রাখতে পারেন। 

আমাদের যখন মাথা ব্যথা করে তখন আমরা খুব সাধারণ কিছু মেডিসিন খায় মাথা ব্যথা কমানোর জন্য এবং মাথা ব্যথা কমে যায়। কিন্তু পরক্ষণে আবার মাথাব্যথা ঘুরে আসে। আসুন তাহলে ঘন ঘন মাথা ব্যথার কিছু কারণ বিশ্লেষণ করি।

  • পানি শূন্যতা: আপনার শরীরের যদি পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে তাহলে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় এবং মাথা ব্যথা করে।
  • ওষুধের কারণে: আপনি যদি আপনার শারীরিক সমস্যার কারণে কোন মেডিসিন খেয়ে থাকেন তাহলে সেই মেডিসিনের সাইড ইফেক্টে আপনার মাথা ব্যথা হতে পারে।
  • হরমোনের উঠানামা: হরমোনের বিভিন্ন উঠানামার কারণেও আমাদের মাথাব্যথা হয়। বিশেষ করে মেয়েদের মাসিক চক্রের সময় এ ব্যাপারটি বেশি প্রভাব ফেলে।
  • টিউমার: মস্তিষ্কে টিউমার হওয়ার ফলেও ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। মস্তিষ্কে যদি টিউমারের সমস্যা তাহলে মাথাব্যথা স্থায়ীভাবে হয়।
  • চোখের সমস্যা: আপনি যদি অতিরিক্ত পরিমাণে ল্যাপটপ কম্পিউটার কিংবা কম আলোতে কাজ করেন তাহলে ঘনঘন মাথা ব্যথা হতে পারে।
  • ঘুমের সমস্যা: আপনি যদি প্রতিদিন সাত-আট ঘন্টা না ঘুমান তাহলে ঘন ঘন মাথাব্যথার সমস্যা হয়।
  • মানসিক টেনশন: প্রতিদিন যদি অতিরিক্ত পরিমাণে মানসিক টেনশন করেন তাহলে ঘন ঘন মাথা ব্যথা হয়।
  • মাইগ্রেনের সমস্যা: মাইগ্রেনের সমস্যা হলে আমাদের মাথার এক পাশে তীব্র ব্যথা হয় এবং ঘন ঘন মাথা ব্যথা করে।

প্রচন্ড মাথা ব্যাথার ঔষধ

প্রচন্ড মাথা ব্যথার ঔষধ সম্পর্কে আমরা তখনই জানতে চাই যখন আমাদের কোন কিছুতেই মাথাব্যথা কমতে চায় না। আপনার হয়তো মাথা ব্যথা কমানোর জন্য কিছু সাধারণ ওষুধের নাম জানা আছে। আপনি সে ওষুধ গুলো খেয়েই আপনার মাথা ব্যথা কমাতে চেষ্টা করছেন কিন্তু কোনভাবেই মাথাব্যথা কমাতে পারছেন না। 
মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম জানুন
তখনই মাথা ব্যথা কমানোর জন্য একটি ভালো ওষুধের নাম জানার প্রয়োজন হয়। মাথা ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। তবে সব ওষুধই সবসময় মাথাব্যথা কমে না। অনেক সময় আমাদের প্রচন্ড মাথা ব্যথা করে। আর তখনই একটি ভালো মাথা ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। প্রচন্ড মাথা ব্যথা হলে আপনি নিচের ওষুধগুলো খেতে পারেন। 

এতে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন। আর্টিকেলের ওপরের অংশে আমরা আপনাদের মাথাব্যথা কমানোর জন্য কিছু সাধারণ মাথা ব্যথা কমানোর ঔষধের নাম জানিয়েছি। আপনার মাথাব্যথা যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে সে ওষুধগুলো খেয়েও আপনি মাথা ব্যথা কমাতে পারেন।

প্রচন্ড মাথা ব্যথা ওষুধের নাম
  • টাফনিল (Tafnil)
  • ট্রিপটেনস (Triptans)
  • আইবুপ্রোফেন (Ibuprofen)

অতিরিক্ত প্রশ্নাবলী ও উত্তর

১.মাঝে মাঝে মাথা ভারী লাগে কেন ?
মাঝে মাঝে মাথা ভারি লাগার কারণ হতে পারে আপনার শরীরে দুর্বলতা, অনেক বেশি শারীরিক পরিশ্রম, অতিরিক্ত মানসিক টেনশন, ভারসাম্য ব্যাধি, ক্লান্তি, ঘুম কম কিংবা ঠান্ডা জনিত সমস্যা।

২. মাইগ্রেনের ব্যথা কতদিন থাকে ?
মাইগ্রেনের ব্যাথা সাধারণত আমাদের মাথার এক সাইডে হয়ে থাকে। মাইগ্রেনের ব্যথা চার দিন কিংবা ৭২ ঘন্টা হয়ে থাকে।

৩. কি খেলে দ্রুত মাথা ব্যথা কমে ?
আপনার যদি খুব মাথা ব্যথা করে তাহলে আপনি আদা দিয়ে এক কাপ গরম চা করে খেতে পারেন। আদা একটি প্রদাহ নাশক মসলা জাতীয় খাবার। তাই আদা খেলে আমাদের ব্যথা অনেকটাই কমে যায়।

মাথার পেছনের ব্যথার কারণ

মাথার পেছনের ব্যথার কারণ অতিরিক্ত টেনশন হতে পারে। আপনার যদি অতিরিক্ত টেনশন করার খারাপ অভ্যাস থাকে তাহলে মাথার পেছনে ব্যথা হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে মাথার পেছনে ব্যাথা হয়। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে মাথার পেছনে ব্যথা হয়। 
প্রচন্ড মাথা ব্যাথার ঔষধ
সারাদিন বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে থাকলে মাথার পেছনে ব্যথা হয়। আপনার শরীরের যদি উচ্চ রক্তচাপ কম থাকে তাহলেও মাথার পেছনে ব্যথা অনুভব করবেন। রাতে যদি ঘুম কম হয় তাহলে মাথার পেছন ব্যথা করে। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে মাথার পেছনে ব্যথা হতে পারে।

বিশেষ সতর্কতা 

আমাদের আর্টিকেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাথা ব্যথার ওষুধের কথা উল্লেখ করেছি। আপনি এই ওষুধগুলো খেতে পারেন তবে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গুলো খেতে হবে। আপনি যদি একজন ভালো চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ গুলো খান তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। 

কারণ আমাদের বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। তাই অবশ্যই এই ওষুধগুলো সম্পর্কে ভালো করে জেনে তারপর খাবেন। ডাক্তারের কোন পরামর্শ না নিয়ে আপনি যদি ওষুধগুলো সেবন করেন আর আপনার যদি কোন ক্ষতি হয় তাহলে BD Online It এর জন্য কোন ধরনের দায়ভার নেবে না। কারণ এ ওষুধগুলো খাওয়ার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। তাই আমি আশা করি আপনি অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার ওষুধ খাবেন।

লেখকের মন্তব্য - মাথা ব্যথা কমানোর ঔষধের নাম

মাথা ব্যথা কমানোর ১২টি ঔষধের নাম সম্পর্কে এতক্ষণে হয়তো আপনি জেনে গেছেন। আপনার যদি প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে তাহলে প্রথমে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন এবং তিনি যে ওষুধগুলো আপনাকে খেতে বলবে সে ওষুধগুলো খাওয়া শুরু করুন। মাথাব্যথা কমানোর জন্য নিজে নিজেই ওষুধ খাবেন না কারণ মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে তাই আগে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে জানতে হবে আপনার মাথা ব্যথার প্রধান কারণ কি এবং তারপর আমার অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। 
আপনি যদি নিজে নিজেই কোন ডাক্তার-খানা থেকে মাথা ব্যথার ওষুধ কিনে নিয়ে এসে খান তাহলে আপনার আরো বেশি ক্ষতি হতে পারে। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করুন আগে একজন ভালো চিকিৎসার পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খান।

প্রিয় পাঠক আপনার যদি আমাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url