গলায় কাঁটা বিঁধলে করণীয় কি
গলায় কাটা বিঁধলে করণীয় কি সে সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন।
এছাড়া গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ সম্পর্কেও আমরা আজকে আর্টিকেলে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি।
পেজ সূচিপএ
গলায় কাঁটা বিঁধলে করণীয় কি
গলায় কাটা বিঁধলে করণীয় কি সে সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের বাঙ্গালীদের জন্য মাছ একটি খুব জনপ্রিয় খাবার। মাছের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগন উপাদান রয়েছে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই ছোট কিংবা বড় মাছ রাখা উচিত। কিন্তু মাছের কাঁটার ভয়ে আমরা অনেকেই নিত্য দিনের খাদ্য তালিকা থেকে মাছ খাওয়া বাদ দিয়ে থাকি।
আমাদের অনেক সময় ছোট মাছ কিংবা বড় মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে যেতে পারে। কাটা আটকে যাওয়ার ফলে আপনার যদি গলায় অস্বস্তি হয় এবং খাবার খেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই গলায় কাটা বিঁধলে কি করনীয় সে সম্পর্কে জেনে রাখা উচিত। আর আপনার যদি এমন সমস্যা প্রায় হয় তাহলে গলায় কাটা বিঁধলে করণীয় কি সে সম্পর্কে জেনে নিন।
- গলায় কাঁটা বিঁধলে প্রথমে আপনি একদলা সাদা ভাত খেতে পারেন। এতে কাঁটা নরম হয় এবং কাটা ছোট আকারের হলে সহজে নেমে যায়।
- একটি লেবু কেটে নিয়ে লেবুর রস গলাতে দিতে পারেন এতে কাটা নরম হয় এবং সহজেই নেমে যায়। লেবুর মধ্যে রয়েছে এ্যাসিডিক ক্ষমতা যা কাটা নামাতে সাহায্য করে।
- কাটা নামানোর জন্য আরেকটি পদ্ধতি হলো লেবুর সঙ্গে ভিনেগার মিশিয়ে খেতে পারেন এতে কাটা নরম হয় এবং খুব সহজেই গলা থেকে নেমে যায়।
- গলায় কাটা বিঁধলে অলিভ অয়েল তেল খেতে পারেন এতে কাঁটা পিচ্ছিল হয় এবং সহজেই নেমে যায়।
- কুসুম গরম পানির সাথে লবন মিশিয়ে খেতে পারেন। এই পদ্ধতি কাটা নামানোর জন্য খুব কার্যকর।
- গলায় কাঁটা আটকে গেলে অনেক সময় জোরে কাজ দিলে কাটা বেরিয়ে আসতে পারে।
- যদি গলার কাঁটা উপরের এ পদ্ধতি গুলো অবলম্বন করেও না কমে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন।
গলায় মাছের কাঁটা ফুটলে ঔষধ
গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ তখনই খেতে হয় যখন গলায় কাঁটা ফোটার কারণে প্রচন্ড ব্যথা হয়, গলা দিয়ে রক্ত বের হয়, গলা ফুলে যায়, শ্বাসকষ্ট হয় ইত্যাদি। মাছের কাঁটা ফোটার পরে যদি কাটা স্বাভাবিক নিয়মে নেমে না যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গলায় মাছের কাঁটা ফুটলে আপনি অলিভ অয়েল তেল খেতে পারেন। অলিভ অয়েল তেল কাঁটা পিচ্ছিল করে এবং সহজে নেমে যেতে সাহায্য করে।
মাছের কাঁটা গলা থেকে নেমে যাওয়ার জন্য কোন এলাপ্রতি ওষুধ নেই তবে আপনি ব্যথানাশক ওষুধ এবং প্রদাহনাশক ওষুধ খেতে পারেন। গলায় মাছের কাঁটা ফুটলে আপনি হোমিও ওষুধ খেতে পারেন। হোমিও ওষুধ মাছের কাঁটা নামিয়ে দেওয়ার জন্য খুব কার্যকরী। তাছাড়া আপনি যদি একজন চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে বিভিন্ন যন্ত্রের সাহায্যে আপনার গলা থেকে কাটা বের করে আনতে পারবে।
বাচ্চাদের গলায় কাটা নামানোর দোয়া
বাচ্চাদের গলায় কাঁটা নামানোর দোয়া জানা থাকলে আপনি খুব সহজেই সেই দোয়া পড়ে বাচ্চাদের গলার কাঁটা নামাতে পারেন। ছোট বাচ্চারা অনেক সময় মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে দেয়। এবং বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেও কাঁটা বের করা সম্ভব হয় না তখন আপনি কাটা নামানোর দোয়া পড়ে গলায় ফু দিতে পারেন।
বাচ্চাদের গলায় কাটা নামানোর দোয়া পড়ে ফু দিলে আল্লাহর অশেষ রহমতে গলার কাঁটা খুব সহজেই নেমে যায়। চলুন কাঁটা নামানোর দোয়াটি জেনে নেই।
দোয়াটি হল:" ফালাও লাইযা বালাগাতিল হুলকুম"।
গলায় কাটা আটকালে কি কি করা যাবে না
গলায় কাটা আটকালে কি কি করা যাবে না এ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই। আমাদের যখন মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকায় তখন আমরা বিভিন্ন ধরনের অস্বস্তিতে পড়ে যাই। অনেক সময় কাটার ভয়ে মাছ খাওয়া থেকে বিরত থাকি।
মাছ আমাদের শরীরের জন্য খুব পুষ্টিকর একটি খাদ্য। তাই অবশ্যই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখতে হবে। গলায় কাটা বাঁধবে বলে মাছ খাওয়া থেকে বিরত থাকা যাবে না। মাছ খেতে গিয়ে আমাদের গলায় যদি কাটা আটকায় তবে আমরা খুব দুশ্চিন্তার ভিতরে পড়ে যাই।
গলাতে মাছ আটকে যতটুক ব্যাথা না অনুভব হয় তার চাইতে বেশি চিন্তা করি আর এই চিন্তার ফলে আমরা গলার কাঁটা বের করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি। কিছু কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আপনার গলার কাটা বের করতে সাহায্য করবে। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো করলে আপনার গলার কাঁটা আরও বেশি সমস্যা তৈরি করবে। তাহলে আসুন জেনে নেই গলায় কাঁটা আটকালে কি কি করা যাবে না।
- গলায় কাটা আটকালে মুখের ভিতরে হাত দিয়ে বেশি হাতানো যাবে না।
- কাটা বের হয়ে না আসা পর্যন্ত গলার মুভমেন্ট কমাতে হবে।
- গলায় কাটা আটকালে একটি বড় ধরনের কুসংস্কার রয়েছে যেমন বিড়ালের পা ধরলে নাকি কাটা নেমে যায় এমন কুসংস্কার থেকে দূরে থাকতে হবে।
- গলার কাঁটা নামানোর জন্য কবিরাজ ও ঝাড় ফু দেওয়া যাবে না। এভাবে কাটা নামার কোন সম্ভাবনা নেই।
গলায় কাটা কতদিন থাকে
গলায় কাটা কতদিন থাকে অনেকেই এই সম্পর্কে জানতে চাই। অনেক সময় মাছ খাওয়ার ফলে আমাদের গলায় কাঁটা আটকে যাই এবং বিভিন্ন উপায়েও গলার কাঁটা বের করা সম্ভব হয় না। তবে আমাদের অবশ্যই জানা দরকার আমাদের গলার ভেতরে মাছের কাঁটা কতদিন আটকে থাকে সে সম্পর্কে। গলায় যদি মাছের কাঁটা আটকে যায় এবং যদি না বের হয় তাহলে ৭ থেকে ১০ দিনের ভেতরে আপনার গলার কাঁটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি।
তবে গলাতে কাটা আটকানোর ফলে আপনার গলায় যদি অস্বস্তি হয়, ব্যথা অনুভব হয়, গলা ফুলে যায়, শ্বাসকষ্টের সমস্যা হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ৭ থেকে ১০ দিনের ভেতরে কাঁটা নেমে যাবে এমন ভেবে ঘরে বসে থেকে গলার ক্ষত বাড়াবেন না।
কারণ গলায় যদি কাটা বাধে তাহলে গলায় কিংবা ক্ষত সৃষ্টি হতে পারে। আর এই ক্ষত পরে আপনার গলায় মারাত্মক সমস্যা তৈরি করবে। তাই ৭ কিংবা ১০ দিনের অপেক্ষা না করে গলার ভেতরে যদি অস্বস্তি ভাব হয় তাহলে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
অতিরিক্ত জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর
১. গলায় কাঁটা বাধলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে ?
গলায় কাঁটা বাঁধলে যদি খুব বেশি ব্যথা অনুভব হয়, গলা দিয়ে রক্ত বের হয়, যেখানে কাটা ফুটেছে সে অংশ ফুলে যায়, শ্বাসকষ্ট সমস্যা হয়, বুকের ভেতরে যদি ব্যথা হয়, কিংবা অতিরিক্ত পরিমাণে মুখ দিয়ে লালা ঝরে অথবা খাবার খাওয়ার সময় গলায় প্রচন্ড ব্যথা হয় ও খাবার গিলতে না পারলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
২. গলায় খাবার আটকে গেলে করণীয় কি ?
আপনার গলায় যদি খাবার আটকে যায় তাহলে পানি পান করুন। তাছাড়া আপনার পিঠে ডান হাতের তালু দিয়ে ৫/৬ চাপড় দিন। তাছাড়া কাশি তোলার চেষ্টা করুন এতে গলার খাবার সহজেই বের হয়ে আসবে।
৩. মাছের কাঁটা পেটে গেলে কি হয় ?
মাছের কাঁটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল যা আমাদের হারের স্বাস্থ্য ভালো রাখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বড় অবশ্যই বড় মাছের কাঁটা খাওয়ার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। কারণ বড় কাটা পেটে কিংবা গলায় আটকে গেলে আমাদের পেট কিংবা গলায় ক্ষত সৃষ্টি হতে পারে।
৪. শিং মাছের কাঁটা ফুটলে কি করতে হয় ?
শিং মাছ কাটার সময় কিংবা ধরার সময় আপনার যদি হাতে কাটা ফুটায় তাহলে অবশ্যই প্রথমে হাতটি কুসুম গরম পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। যেন হাতের ভিতর কোন জীবাণু না থাকে। তারপর চুলার মৃদু আঁচে আস্তে আস্তে হাতে সেক দিন। যদি ব্যথা খুব বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
৫. কি খেলে গলার কাঁটা চলে যায়
গলার কাঁটা নামানোর জন্য আপনি শুকনো ভাত, মুড়ি, লেবুর রস, ভিনেগার কিংবা কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে খেতে পারেন। এ পদ্ধতি গুলো আপনার কাটা নামাতে সাহায্য করবে।
গলায় কিছু আটকে আছে মনে হয় কেন
গলায় কিছু আটকে আছে মনে হয় কেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। গলায় কিছু আটকে আছে এমন সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যেমন-আপনার যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস হয় তাহলে এমন সমস্যা হতে পারে।
অনেক সময় মনে হয় গলায় কিছু আটকে আছে এবং গলায় ব্যথা অনুভব হয় কোন কিছু খেতে সমস্যা হয় এটি হার্ট এ্যাটাকের লক্ষণ হতে পারে। অনেক সময় আমরা খাবার খায় কিংবা পানি জাতীয় কিছু খেলে গলায় আটকে যায়।
অনেক সময় আমাদের গ্যাস সমস্যা হয় না এবং গলায় কোন ব্যথা অনুভব হয় না, অনেক সময় আমরা কিছুই খাই না তবুও মনে হয় গলায় কিছু আটকে আছে এমন সমস্যাকে চিকিৎসকরা মানসিক সমস্যা বলে চিহ্নিত করেছেন।
বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা কিংবা টেনশনের ফলেও গলায় এমন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আপনি যদি প্রতিদিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে খাবার খান তবে এমন সমস্যা মনে হবে না। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগেই রাতের খাবার শেষ করা দরকার।
গলায় কাটা কাটা লাগার কারণ
গলায় কাটা কাটা লাগার কারণ অনেক কিছু হতে পারে। গলার ভেতরে কাটা কাটা লাগা কিংবা গলার ভিতরে অস্বস্তি অনুভূতি অনেক কারণেই হতে পারে। গলার ভেতরে এমন সমস্যা কিছু নির্দিষ্ট কারণে হয়ে থাকে চলুন তাহলে জেনে নেই গলায় কাটা কাটা লাগার কারণ।
- গলার ভেতরে যদি শক্ত কোন খাবার কিংবা মাছের কাঁটা আটকে যাই তাহলে গলায় কাটা কাটা ভাব অনুভব হয়।
- আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত পানি না খেয়ে থাকেন তাহলে গলা শুষ্ক হয়ে যায় এবং কাটাকাটা ভাব অনুভব হতে পারে।
- আপনার যদি এসিডিটির সমস্যা থাকে তাহলে গলায় কাটা কাটা ভাব অনুভব হয়।
- আপনার যদি ধুলোবালি থেকে এলার্জির সমস্যা থাকে তাহলে ধুলোবালির সংস্পর্শে গেলে গলায় কাটা কাটা ভাব অনুভব হয়।
- দীর্ঘদিন যাবত ধূমপান করার ফলেও গলায় কাটা কাটা ভাব অনুভব হতে পারে।
- আপনার যদি গলায় পলিপ, থাইরয়েড কিংবা টিউমারের সমস্যা থাকে তাহলে গলায় খচখচে কিংবা কাটা কাটা ভাব মনে হয়।
বাচ্চাদের গলার কাঁটা নামানোর ঘরোয়া পদ্ধতি
বাচ্চাদের গলার কাঁটা নামানোর ঘরোয়া পদ্ধতি সম্পর্কে অবশ্যই জানা দরকার। অনেক সময় বাচ্চারা মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে দেয়। আপনার বাচ্চা যদি এমন কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে অবশ্যই ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন। নিচে কিছু ঘরোয়া পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো:
- গলা থেকে কাটা নামানোর জন্য আপনি শক্ত কোন খাবার যেমন ভাত, মুড়ি, রুটি খাওয়াতে পারেন।
- পাকা কলা ছোট ছোট টুকরা করে খাওয়াতে পারেন এতে কাঁটা নেমে যেতে পারে।
- কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়ে খাওয়াতে পারেন। এতে গলার কাঁটা নরম হয় এবং নেমে যায়।
- কুসুম গরম পানির সাথে অল্প পরিমাণে ভিনেগার নিয়ে খাওয়াতে পারেন।
- তাছাড়া বাচ্চাকে জোরে জোরে কাশি দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে পারেন। জোরে কাশি দেওয়ার ফলে অনেক সময় কাঁটা নিচে নেমে যায়।
মন্তব্য - গলায় কাঁটা বিঁধলে করণীয় কি
গলায় কাটা বিঁধলে করণীয় কি সে সম্পর্কে আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন। মাছ আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে। মাছের কাঁটা খেলে আমাদের ক্যালসিয়াম ও মিনারেলের সমস্যা দূর হয়। তাই অবশ্যই মাছ খাওয়া থেকে বিরত থাকা যাবে না। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়ম করে অবশ্যই মাছের রেসিপি রাখতে হবে। তবে মাছ খাওয়ার সময় মাছের কাঁটার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
আরো পড়ুন: গরম পানিতে লেবু ও মধু খাওয়ার উপকারিতা
ছোট মাছের মাছ কাটা আপনি খুব সহজেই খেতে পারেন এতে এমন কোন সমস্যা হয় না। তবে বড় মাছ খাওয়ার ব্যাপারে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আর যদি সতর্কতা অবলম্বন করার পরও আপনার গলায় মাছের কাঁটা আটকে যায় তাহলে অবশ্যই উপরের পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন। তবে সমস্যা যদি বিশেষ গুরুতর হয় তাহলে একজন ভাল ডাক্তারের পরামর্শ নিয়ে নিন।
গলায় কাঁটা বিঁধলে করণীয় কি সম্পর্কিত আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর এরকম নতুন নতুন আরো বিষয়ে জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন।
বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url