গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো তেমন ভাবে জানেন না। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব।
কলার মোচা একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া আরো জানবো কলার মোচা কাটার নিয়ম, কোন কলার মোচা খাওয়া ভালো ইত্যাদি সম্পর্কে। কলার মোচা সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
পেজ সূচিপএ
গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই আগে কলাতে কি কি পুষ্টিগুণ রয়েছে সে সম্পর্কে ধারণা নিতে হবে। একজন গর্ভবতী মহিলার শরীরে দুর্বলতা দূর করতে কলার মোচার গুরুত্ব অনেক। কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা একজন গর্ভবতী মায়ের শরীরে আয়রনের চাহিদা পূরণ করে থাকে। যদি একজন গর্ভবতী নারী রক্তশূন্যতায় কিংবা রক্তস্বল্পতার সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই কলা খাওয়া শুরু করুন।
একজন শিশুর শারীরিক এবং মানসিক গঠনের প্রায় ৭০ভাগ মায়ের গর্ভে হয়ে থাকে। আর এই কলার মোচা শিশুর স্বাভাবিক এবং সুস্থ বিকাশের সহায়তা করে। কলার মোচা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর ভিটামিন ও বটে। একজন গর্ভবতী মা মুখের স্বাদ বদলের জন্য কলার মোচা খেতে পারে। এছাড়া গর্ভের শিশুর পুষ্টি এবং ভিটামিন সরবরাহ করে কলার মোচা। কলার মোচার মধ্যে রয়েছে ভিটামিন এ। আর ভিটামিন এ আমাদের রাতকানা রোগ দূর করে।
গর্ভের শিশুর চোখের দৃষ্টি শক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় প্রতিটি খাবারই আমাদের নিয়মমাফিক খাওয়া উচিত। তাই কলার মোচার ব্যাপারেও এর ব্যতিক্রম নয়। গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা রয়েছে অনেক বলে আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে কলার মোচা খাবেন এমনটা কিন্তু নাই। অবশ্যই আপনাকে পরিমান মত কলার মোচা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে।
কলার মোচার অপকারিতা
কলার মোচার অপকারিতা সম্পর্কে কলার মোচা খাওয়ার আগে ভালো করে জেনে নেওয়া উচিত। কারণ আমাদের স্বাস্থ্যের এমন কোন সমস্যা থাকতে পারে যাতে কলার মোচা খেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।
কলার মোচা একটি উপকারী খাদ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কলার মোচা খাবার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। প্রতিটি খাবারে যেমন উপকার রয়েছে তেমন সামান্য পরিমাণ হলেও অপকার রয়েছে। চলুন বিস্তারিতভাবে আপনাকে জানাই যে কলার মোচা খেলে কি কি ক্ষতি কিংবা অপকার হতে পারে।
- আপনি যদি আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় অতিরিক্ত পরিমাণে কলার মোচা রাখেন তাহলে অবশ্যই আপনার শরীরে ক্ষতি হতে পারে। কারণ অতিরিক্ত পরিমাণে কোন খাবারই শরীরের জন্য ভালো না।
- কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন। আপনি যদি অতিরিক্ত পরিমাণে কলার মোচা খেয়ে থাকেন তাহলে আপনার পেট ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি কোষ্ঠকাঠিন্যের মত কঠিন সমস্যার ও সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই অতিরিক্ত কলার মোচা খাওয়া থেকে বিরত থাকুন।
- কিছু কিছু ব্যক্তির জন্য কলার মোচা এলার্জির সমস্যা দেখা দেয়। যাদের অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই কলার মোচা খাওয়া থেকে বিরত থাকুন। কারণ অনেক ক্ষেত্রে যাদের এলার্জি সমস্যা রয়েছে তাদের কলার মোচা খেলে এলার্জি হতে পারে। তবে যদি আপনার এমন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
কলার মোচা কোন রোগের সমস্যা কমায়
কলার মোচা কোন রোগের সমস্যা কমায় এ কথাটা শুনে হয়তো আপনার অনেক আশ্চর্য লাগছে। কারণ আমরা অনেকেই কলার মোচা অপ্রয়োজনীয় খাদ্য হিসেবে ফেলে দেই কিন্তু আজকে আপনাকে জানাবো কলার মোচার মধ্যে কি পরিমান ভিটামিন ও খনিজ রয়েছে এবং আপনার শরীরের কোন কোন সমস্যা কমাতে সাহায্য করে।
আপনি যদি কলার মোচার উপকারিতা সম্পর্কে জানতে পারেন তাহলে কলার সাথে কলার মোচার খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন প্রতিদিনের খাদ্য তালিকায়। আসুন তাহলে জেনে নেই কলার মোচা কোন কোন রোগের সমাধান দিয়ে থাকে।
পেটের সমস্যা
বাইরের বিভিন্ন খাবার খাওয়ার ফলে আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, বমি বমি ভাব, বদ হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কলার মধ্যে রয়েছে ফাইবার যা আমাদের শরীরের ভেতরে ব্যাকটেরিয়া গুলোকে খুব দ্রুত নিরাময় করতে সাহায্য করে।
সুগার নিয়ন্ত্রণ
যাদের সুগারের সমস্যা রয়েছে তারা প্রতিনিয়ত কলার মোচা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ কলার মোচার মধ্যে রয়েছে মিনারেল যা আমাদের সুগার কমাতে অত্যন্ত উপকারী। তাছাড়া কলার মোচা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে থাকে।
রক্তস্বল্পতা সমস্যা
যারা রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কলার মোচা খেতে পারেন। কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর আয়রন আমাদের রক্তশূন্যতা রোগ দূর করতে সাহায্য করে।
হাড়ের সুস্থতা
কলার মোচা হাড়ের সুস্থতাই ম্যাজিকের মত কাজ করে। কলার মোচার মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ হাড়রে মজবুত এবং সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা বয়স্ক ব্যাক্তি রয়েছেন তাদের জন্য কলার মোচা অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ বয়সকালে আমাদের হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
কলার মোচার উপকারিতা
কলার মোচার উপকারিতা সম্পর্কে অল্প কথাতে বলে শেষ করা যাবে না। কাঁচা কলা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তেমন কলার মোচাও আমাদের স্বাস্থ্যের জন্য একই পরিমাণে উপকারী। কলার মোচা যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু সবজি হিসেবে পরিচিত। কলার পুষ্টিগুণ সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে কিন্তু কলার মোচার মধ্যে কি পুষ্টি গুণ রয়েছে তা আমাদের অজানা।
কলার মোচার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভালো ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ভিটামিন এ ও খনিজ। আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় পরিমান মত কলার মোচা রাখতে পারেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আরো বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করবে। আসুন তাহলে জেনে নেই কলার মোচার উপকারিতা সম্পর্কে।
শরীর সুস্থ রাখে
কলার মোচার মধ্যে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন আমাদের শরীর সুস্থ রাখে। কলার মোচা আমাদের দেহ গঠনে জন্য সরাসরি কাজ করে। যারা বয়স্ক নারী পুরুষ রয়েছেন এবং বাড়ন্ত শিশু কিংবা যারা কঠোর পরিশ্রম করেন তাদের জন্য কলার মোচার গুরুত্ব অনেক।
রক্তস্বল্পতা দূর করে
কলার মধ্যে রয়েছে আয়রন আর আয়রন আমাদের শরীরের রক্তশূন্যতা দূর করে। যারা রক্তশূন্যতার রোগে ভুগছেন কিংবা যাদের শরীরের রক্ত কম তাদের নিয়মিত কলার মোচা খাওয়া উচিত। কলার মোচা শুধু রক্তশূন্যতা দূর করে না শরীরে নতুন রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে।
হাড় মজবুত রাখে
কলার মোচার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও এন্টি অক্সিডেন্ট। আর এই ক্যালসিয়াম ও ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হাড়ের ব্যথা কমায় ও হার মজবুত রাখে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক ও চুলের জন্য বিশেষ উপকারী একটি উপাদান।
গ্যাসের সমস্যা কমায়
কলার মোচার মধ্যে রয়েছে আশঁযুক্ত ফাইবার। আর ফাইবার থাকার কারণে আমাদের পেটের বিভিন্ন সমস্যা যেমন পেট ব্যথা, বদহজম ও কোষ্ঠকাঠিন্য কমে।
চোখের দৃষ্টি শক্তি বাড়ে
কলার মোচায় রয়েছে ভিটামিন এ। আর ভিটামিন এ আমাদের চোখের বিভিন্ন সমস্যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং রাতকানা রোগ কমাতে সাহায্য করে।
কলার মোচা খেলে কি হয়
কলার মোচা খেলে কি হয় এমন প্রশ্ন আমাদের সকলের মনে কলার মোচা দেখলে আসে। চলুন তাহলে কলার মোচা খেলে কি হয় সে সম্পর্কে আপনাদের কিছু জানানোর চেষ্টা করি। কলার মোচা একটি সুস্বাদু সবজি।
প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে কলার মোচার মধ্যে। আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের সবজি রান্না করে খাই কিন্তু অনেকেই কলার মোচা সবজি হিসেবে রান্না কিংবা খাবার কথা চিন্তাই করি না। কলার মোচার মধ্যে কি পরিমানে ভিটামিন রয়েছে আর কলার মোচা খেলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে আমি মনে করি অবশ্যই সে সম্পর্কে আপনার কোন ধারণা নেই।
আসুন তাহলে কলার মোচা খেলে কি হয় সে সম্পর্কে জানি। কলার মোচা যেভাবে রান্না করে খান না কেন কলার মোচার পুষ্টিগুণ সঠিকভাবেই পাবেন। কলার মোচা খাওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কলার মোচা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে সহায়তা করে।
- কলার মোচার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়োডিন. ম্যাগনেসিয়াম, ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন এ ইত্যাদি
- কলার মোচায় থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতে এবং রাতকানা রোগ দূর করতে সাহায্য করে।
- আয়রন আমাদের রক্তের শূন্যতা দূর করে এবং নতুন রক্ত তৈরি করতে সহায়তা করে।
- ক্যালসিয়াম আমাদের হার মজবুত করতে এবং দাঁতের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।
- ফাইবার আমাদের হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।
- প্রোটিন ও ভিটামিন আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
- আর ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
কলার মোচায় কত ক্যালরি থাকে
কলার মোচায় কত ক্যালরি থাকে সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। কলার মোচার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম ইত্যাদি। ১০০ গ্রাম কলার মোচার মধ্যে রয়েছে কার্বনহাইড্রেট ৪গ্রাম, ফ্যাট জিরো গ্রাম, ক্যালরি ২৩ গ্রাম, প্রোটিন ১.৫ গ্রাম।
কলার মোচা কাটার নিয়ম
কলার মোচা কাটার নিয়ম সম্পর্কে অনেকের জানা নেই বলে কলার মোচা কাটা ঝামেলা মনে করে অনেকেই কলার মোচা খেতে চায় না। কিন্তু কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ তাই আজকে আপনাদের কলার মোচা কাটা নিয়ম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে সহজ পদ্ধতিতে কলার মোচা কিভাবে কাটা যায় সে সম্পর্কে জেনে নেই।
- কলার মোচা কাটার জন্য প্রথমে আপনাকে অবশ্যই হাতে কিছু সরিষার তেল মেখে নিতে হবে ।এতে কলার মোচার মধ্যে থাকা কসগুলো আপনার হাতে লাগবে না।
- কলার মোচা থেকে ফুল গুলো কিংবা কলাগুলো বের করে আনার জন্য প্রথমে একটি একটি করে উপরের পাতাগুলো উঠানোর পর ফুলগুলো আস্তে আস্তে খুলে নিতে হবে।
- কলার মোচা থেকে ফুলগুলো কিংবা কলাগুলো বের করে আনার জন্য উপরের পাতা গুলো উঠানোর পর ফুলগুলো গোড়া থেকে কেটে নিতে হবে
- কলার মোচার থেকে সব ফুলগুলো বের হয়ে গেলে একটা একটা করে ফুল গুলোর ভেতরে থেকে সাদা পাপড়ি এবং শক্ত একটি কাঠি রয়েছে সেগুলো বের করে নিতে হবে।
- কলার মোচার ফুল গুলো থেকে সাদা পাপড়ি এবং শক্ত কাঠিগুলো বের করে নিয়ে চাকুর সাহায্যে কিংবা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে।
কলার মোচার তরকারি
কলার মোচার তরকারি আমরা অনেকেই পছন্দ করে থাকি। কলার মোচার তরকারি সবজি হিসেবে দারুন সুস্বাদু । শুধু তাই নয় কলার মোচার মধ্যে রয়েছে অনেক পরিমাণে পুষ্টিগুণ তবে কলার মোচা রান্না সঠিক রেসিপি জানা না থাকলে অনেকেই কলার মোচা রান্না করতে পারেনা কিংবা রান্না করলেও এটি তেমন সুস্বাদু হয় না। তাই কলার মোচার তরকারি মজা করে খাওয়ার জন্য কলার মোচা দিয়ে কি কি তরকারি রান্না করা যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক। চলুন তাহলে জেনে নেই কলার মোচা দিয়ে কি কি তরকারি রান্না করা যায়।
- কলার মোচার ভাজি।
- ডিম দিয়ে কলার মোচা।
- মুগ ডাল দিয়ে কলার মোচা।
- কলার মোচার ভর্তা।
- কলার মোচার বড়া।
- কলার মোচার নিরামিষ।
- বেগুন দিয়ে কলার মোচা ভাজি।
- কলায়ের ডাল দিয়ে কলার মোচা।
- মটর ডাল দিয়ে কলার মোচা।
- মসুর ডাল দিয়ে কলার মোচা।
কোন কলার মোচা খাওয়া ভালো
কোন কলার মোচা খাওয়া ভালো, কি ধরনের কলার মোচা আমরা খেতে পারি আমাদের অনেকের মনেই এমন কিছু প্রশ্ন থাকে। সব ধরনের কলার মোচার মধ্যেই একই রকম পুষ্টিগুণ থাকে না কিছু কিছু কলার রয়েছে যেগুলোর মোচা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। আসুন তাহলে জেনে নেই কোন কলার মোচা খেলে শরীরে বেশি উপকার পাবেন।
- কাঁচ কলার মোচা
- আঠা কলার মোচা
- সাব্রি কলার মোচা
- বিচি কলার মোচা
লেখকের মন্তব্য - গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা
আজকের আর্টিকেলটির মূল বিষয় ছিল গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে। নিশ্চয় আপনি গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও কলার মোচার খেলে আরো কি কি উপকার হয় এবং কি রোগের জন্য কলার মোচা খাওয়া ভালো সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আশা করি এই আর্টিকেলটি পড়ার পরে আপনি কলার মোচাকে অপ্রয়োজনীয় কিংবা অপুষ্টিকর বলে আর ফেলে দিবেন না।
আরো পড়ুন: গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়ার উপকারিতা
প্রিয় স্বাস্থ্য সচেতন বন্ধুরা, আপনার যদি কলার মোচা সম্পর্কিত আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত আর্টিকেলটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। নিজে ভাল থাকুন এবং অন্যকে ভাল থাকার জন্য সহযোগিতা করুন। আর আর্টিকেলটি থেকে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার প্রশ্নের অপেক্ষায় রইলাম। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ
বিডি অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url